skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeকলকাতাSougata Roy: রাজ্যপাল পুলিসের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন, জগদীপ ধনখড়কে তুলোধোনা...

Sougata Roy: রাজ্যপাল পুলিসের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন, জগদীপ ধনখড়কে তুলোধোনা সৌগতর

Follow Us :

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) টুইটের কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy)৷ তাঁর পাল্টা অভিযোগ, ওই টুইট করে রাজ্যপাল পুলিসকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন৷ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিস তাঁর প্ররোচনায় পা দেবেন না বলে নিশ্চিত তৃণমূলের বর্ষীয়ান সাংসদ৷

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারের কাছে জানতে চান, রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না? মমতা বলেন, ‘তোমার যদি ওখানে কাজ করতে হচ্ছে বিকজ অব পলিটিক্যাল প্রেসার আমাকে সেটা ডাইরেক্টলি বলতে পারো৷ আর কেউ বলে দেবে, এটা করবে না সেটা করবে না প্লিজ শুনবে না৷’ এই ভিডিয়ো শেয়ার করে শুক্রবার সকালে রাজ্যপাল টুইট করেন৷ কড়া ভাষায় তিনি লেখেন, কী উদ্বেগজনক দৃশ্য৷ মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে পুলিস সুপারকে জিজ্ঞেস করছেন রাজ্যপাল কি আপনাকে ফোন করে? এটা সত্যিই গুরুত্বপূর্ণ ইস্যু এবং বিষয়টি নিয়ে আলোকপাত প্রয়োজন৷ পুলিসের শিরদাঁড়ায় আঘাত করেছেন মুখ্যমন্ত্রী৷

https://twitter.com/jdhankhar1/status/1489463017695629313

তারই জবাবে পাল্টা রাজ্যপালকে বিঁধলেন সৌগত রায়৷ কলকাতা টিভির প্রতিনিধিকে তিনি বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন মানুষের বিবৃতি৷ রাজ্যপাল পুলিসের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিস মন্ত্রী৷ তিনি পুলিসের কোনও অফিসারকে বলতেই পারেন৷ রাজ্যপাল এই মন্তব্য করে পুলিসকে উস্কে দেওয়ার চেষ্টা করছে৷ আমি নিশ্চিত পশ্চিমবঙ্গ পুলিস কেউ তাঁর দ্বারা প্ররোচিত হবে না৷ সেই জন্য উনাকে এখান থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছি৷ খুবই বাজে লোক৷’

আরও পড়ুন: Committee On MSP: বিধানসভা ভোট শেষে এমএসপি নিয়ে কমিটি, রাজ্যসভায় জানালেন কৃষিমন্ত্রী

RELATED ARTICLES

Most Popular