ওয়েব ডেস্ক: মহাশূণ্যে শুভাংশু শুক্লা (Group Captain Shubhanshu Shukla)। শুভাংশু শুক্লা নতুন ইতিহাস তৈরি করেছেন। ১৪ দিন শুভাংশুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে তাঁরা অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। আর কিছুক্ষণের অপেক্ষা তারপর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন। তারআগে মহাশূণ্য থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন, ‘মহাকাশ থেকে নমস্কার… আপনিও এই যাত্রা উপভোগ করুন’। শুভাংশু যুক্ত হয়েছেন Axiom-4 মিশনের সঙ্গে, যা Axiom Space এবং SpaceX-এর একটি যৌথ উদ্যোগ। মিশনে তাঁর সঙ্গে রয়েছেন মার্কিন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোজ উজানস্কি-উইশনিউস্কি, এবং হাঙ্গেরির টিবোর কাপু।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শুভাংশুদের স্পেসক্রাফ্ট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করবে। সেই ডকিংয়ের কয়েক ঘণ্টা আগে ড্রাগন ক্যাপসুলে বসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। শুভাংশু শুনিয়েছেন, ‘পৃথিবী থেকে এত দূরে এই মুহূর্তে মহাকাশে তাঁর অভিজ্ঞতার কথাও। তিনি বলেন, আমি একটা শিশুর মতো করে শিখছি। কী ভাবে স্পেসে হাঁটতে হয়, খেতে হয় শিখছি।’ গতকাল থেকে প্রচুর ঘুমিয়েছেন তিনি। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। যখন মহাকাশযানের ভিতরে বসেন, তখন তাঁর মাথায় কী ঘুরছিল, তাও বর্ণনা করেন শুভাংশু শুক্লা। বলেন, “তখন আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, লেটস জাস্ট গো।”
আরও পড়ুন: কোথায় খামেনি? দীর্ঘ সময়ে ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে উদ্বেগে মুসলিম রাষ্ট্রগুলি
#WATCH | “Namaskar from space! I am thrilled to be here with my fellow astronauts. What a ride it was,” says Indian astronaut Group Captain Subhanshu, who is piloting #AxiomMission4, as he gives details about his journey into space.
Carrying a soft toy Swan, he says, in Indian… pic.twitter.com/Z09Mkxhfdj
— ANI (@ANI) June 26, 2025
শুভাংশু শুক্লা বলেন, “ভারতের মানব সভতায় মহাকাশযান অভিযান ও আগামী গগনযান অভিযানের জন্য বড় পদক্ষেপ। ভারতের তিরঙ্গা আমায় মনে করিয়ে দিচ্ছে যে আপনারা সকলে আমার সঙ্গে রয়েছেন। আমি চাই আপনারা সকলে অনুভব করুন যে আপনারা আমার সঙ্গে রয়েছেন। বর্তমানে মহাকাশযানটি পৃথিবী থেকে ৪১৮ কিমি উচ্চতায় ঘণ্টায় ২৮,০০০ কিমি বেগে প্রদক্ষিণ করছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মাত্র ৪০০ মিটার দূরে। ভারতীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে নেমে যাওয়ার সম্ভাব্য সময় ঠিক হয়েছে। আগামী ১৪ দিন মহাকাশে স্পেস স্টেশনে থাকবেন নভোচর শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গী ইউএস-এর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওজ় উজ়নানস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
অন্য খবর দেখুন