Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAsansol Municipality: আসানসোলে শপথ অনুষ্ঠানে বাবুলের গান ‘আজ এই দিনটাকে...’

Asansol Municipality: আসানসোলে শপথ অনুষ্ঠানে বাবুলের গান ‘আজ এই দিনটাকে…’

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো…’ বাপী লাহিড়ীর সুরেই শুক্রবার মেতে উঠল আসানসোলের শপথগ্রহণ অনুষ্ঠান (The Oath ceremony)। গান গাইলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriya)। এদিন ওই অনুষ্ঠানে শপথ নিলেন আসানসোল পুরসভার (Asansol Municipality) নবনির্বাচিত মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। রবীন্দ্রভবনে ১০৬ জন  কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak), জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়িসহ বহু বিশিষ্টজন।

মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে এই বোর্ড।  অন্যদিকে, নতুন দায়িত্ব পেয়ে বিধান জানান, নিকাশি ব্যবস্থার উন্নতিসহ শহরকে পরিচ্ছন্ন করা,  মানুষকে পরিষেবা দেওয়ার কাজ করবেন তাঁরা।

অন্যদিকে, আসানসোল উপনির্বাচনে তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? বাবুল সুপ্রিয়কে এই প্রশ্ন করলে তিনি বলেন, দল যা ঠিক করবে। দিদি যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে।

আরও পড়ুন Russia-Ukraine Conflict: জিনিসপত্র গুছিয়ে রাখতে বলল ভারতীয় দূতাবাস, যে কোনও মুহূর্তে দেশে ফেরার বন্দোবস্ত

আসানসোলের পাশাপাশি শুক্রবার বিধাননগরেও (Bidhannagar Municipality) শপথ নিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সল্টলেকের এফডি পার্কে শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। কলকাতা এবং বিধাননগরকে আরও সুন্দর করার সঙ্গে মানুষের কাছে যথাসাধ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেন তাঁরা। একইসঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে আগামী পাঁচ বছর কাজ করারও শপথ নেন  কৃষ্ণা ও সব্যসাচী। মোট ৪১  জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান বিধাননগর পুরনিগমের কমিশনার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ।

আরও পড়ুন Govt Holds Promotions: পদোন্নতি আটকে ছ’বছর, নর্থ ব্লকের বাইরে জমায়েত সরকারি কর্মীদের

 

RELATED ARTICLES

Most Popular