Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAnis Khan Death: টিআই প্যারেডের পর মন্তব্যে নারাজ সালেম, শহরে বিক্ষোভ বামেদের

Anis Khan Death: টিআই প্যারেডের পর মন্তব্যে নারাজ সালেম, শহরে বিক্ষোভ বামেদের

Follow Us :

উলুবেড়িয়া: ধৃতদের শনাক্ত করতে টিআই প্যারেডের (TI Parade) জন্য শুক্রবার উলুবেড়িয়া (Uluberia) জেলে নিয়ে যাওয়া হয়েছিল মৃত আনিস খানের বাবা সালেম খানকে (Salem Khan)। জেল থেকে বেরিয়ে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিলেন না সালেম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিসের পরিবারের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জানান, কিছুই বলার নেই। কলকাতা হাইকোর্টে মামলা (Anis Khan Death) চলছে। তদন্ত জারি রেখেছে সিট। সূত্রের খবর, এদিন জেলের ভেতরেই সিটের হাতে আনিসের মোবাইল তুলে দেওয়া হয়।

শুক্রবার বিকেলে কড়া পুলিসি নিরাপত্তায় সালেম খানকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া আদালতে। আদালত চত্বরেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। সঙ্গে ছিলেন আনিসের পরিবারের অন্য সদস্যরাও। আদালত চত্বরে এদিন ভিড় করে বহু মানুষ।

এদিনও আনিস-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল গোটা রাজ্য। সন্ধ্যায় বিমান বসুর নেতৃত্বে রাজ্য বামফ্রন্টের এক প্রতিনিধি দল আমতার দক্ষিণ খান পাড়ায় আনিসের বাড়ি যায়। পরিবারের সদস্যদের সঙ্গে বাম নেতারা বেশ কিছুক্ষণ কথা বলেন।

আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বেঙ্গলি স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংগঠন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে তাদের দাবি, আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত, দোষী পুলিসদের কঠোর শাস্তি, আনিসের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ, পরিবারের নিরাপত্তা ইত্যাদি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এই পড়ুয়ারা এদিন মিছিলও করেন।

আরও পড়ুন: Asansol Municipality: আসানসোলে শপথ অনুষ্ঠানে বাবুলের গান ‘আজ এই দিনটাকে…’

শুক্রবার ফের পথে নামে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকায় বাম ছাত্রছাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখান। পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। বাম ছাত্র সংগঠনগুলি ভবানী ভবন অভিযানের ডাক দেয়। অভিযোগ, সেই অভিযানেও পুলিস বিনা প্ররোচনায় লাঠি চালায়। লাঠির আঘাতে বেশ কয়েকজন ছাত্রনেতা জখম হন। সুজা লস্কর নামে এক পিএসইউ কর্মী গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। ছাত্র পরিষদ নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে আনিস-কাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধ করে। সেখানেও অবরোধকারীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি চলে। শনিবার কলকাতা জেলা বামফ্রন্ট কলকাতা শহরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মিছিল যাবে ধর্মতলায় লেনিন মূর্তি পর্যন্ত।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53