কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ দশম দিন৷ শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে রুশ সেনা। খারকিভ, ওখতিরকায় লাগাতার হামলা চালানো হচ্ছে। আজ, শনিবার ব্যবস্থা ইউক্রেনের…
মোদির বৈঠক
ফের যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মূলত, ভারতীয়দের নিয়ে দেশে ফেরানো নিয়ে বৈঠকে বসলেন বলে সূত্রের দাবি৷
#WATCH | PM Modi chairs a high-level meeting on the #Ukraine issue. pic.twitter.com/o80S9rcBI4
— ANI (@ANI) March 5, 2022
যুদ্ধ ঘোষণা
ইউক্রেনের উপর ‘নো-ফ্লাই জোন’ আরোপ করা মানে যে কোনও প্রচেষ্টা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য হবে৷ শনিবার এমনটাই জানালেন পুতিন৷
পথের খোঁজ
সুমি থেকে ভারতীয় পড়ুয়াদের সরিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। একাধিক বিকল্প পথও খোঁজ চলছে। শনিবার সন্ধেয় জানাল বিদেশমন্ত্রক৷
সামরিক আইন
রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বলেন, এই মুহূর্তে সামরিক আইন জারির প্রয়োজন নেই৷
Putin says no need to impose martial law at this time
— BNO News (@BNONews) March 5, 2022
পিসোচিনে পৌঁছল
ভারত সরকারের দ্বারা পরিচালিত ৩টি বাস পিসোচিনে পৌঁছেছে৷ আরও দুটি বাসের ব্যবস্থা করা হচ্ছে৷ ইউক্রেনে আটকে পড়া সমস্ত ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ ইউক্রেন থেকে শীঘ্রই পশ্চিমের দিকে পথ তৈরি করা হচ্ছে৷ ভারত সরকারের তরফে এই বার্তা দেওয়া হয়েছে৷
3 buses organised by GoI have reached Pisochyn and will shortly be making their way westwards.
2 more buses will be arriving soon.
Safe travels to all our students.Be Safe Be Strong @opganga @MEAIndia pic.twitter.com/oHKLXHx0rg
— India in Ukraine (@IndiainUkraine) March 5, 2022
আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ
অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখতে চলেছে রাশিয়া৷ শনিবার সেদেশের উড়ান সংস্থা অ্যারোফ্লোট জানিয়েছে, আগামী ৮ মার্চ থেকে তাদের কোনও বিমান অন্য দেশের মাটি ছোবে না৷ ব্যতিক্রম একমাত্র বেলারুস৷ এছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান পরিষেবা যেমন চলছিল তেমনই চলবে৷
মধ্যস্থতাকারী খুন
রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী ডেনিস কিরিভকে খুন করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ খুন করা হয়েছে৷ ইউক্রেনের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে।
রুশ বিমান গুঁড়িয়ে দিল ইউক্রেন
রাশিয়ার একটি যুদ্ধবিমান শনিবার গুঁড়িয়ে দিলেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউক্রেনের চেরনিহিভ উপকণ্ঠে বন্দি করা হয়েছে ওই রুশ বিমানের পাইলট ক্রাসনয়ার্তসেভকে। বিমানের ধ্বংসস্তূপ থেকে শত্রুপক্ষের পাইলটকে উদ্ধারের একটি ভিডিয়োও এ দিন শেয়ার করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেসের দাবি অনুযায়ী, রুশ বিমান হানায় চেরনিহিভ অঞ্চলে কমপক্ষে ২২ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে তাঁদের দেহগুলি উদ্ধার হয়। এর আগে সেখানকার গভর্নর দাবি করেছিলেন, রুশ বিমান হামলায় দু’টি স্কুল ও দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ন’জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
UPD❗
Щойно на околицях Чернігова фахівці ППО збили ще один ворожий штурмовик! pic.twitter.com/D3yiff8uyr— Defense of Ukraine (@DefenceU) March 5, 2022
ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ
৭ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা। ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ চলছে।
Russian flag-carrier Aeroflot halts all international flights from March 8, news agencies reported Friday. https://t.co/kHG1dS1zxd
— The Moscow Times (@MoscowTimes) March 5, 2022
যুদ্ধের বিরুদ্ধে গণ ইস্তফা টিভি চ্য়ানেলে
যুদ্ধের বিরোধিতায় প্রতিবাদ মিছিল চলছিলই। এ বার গণ ইস্তফা দিলেন রাশিয়ার এক টিভি চ্যানেলের কর্মীরা। অন এয়ারই চাকরি ছেড়ে বেরিয়ে গেলেন বহু সংবাদকর্মী।
খুনের অভিযোগ
মধ্যস্থকারী ডেনিসকে খুনের অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে
মারিউপোল বাসিন্দাদের সরে যেতে দিচ্ছে না
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মারিউপোলের কর্তৃপক্ষ “আমাদের সামরিক বাহিনী দ্বারা খোলা” মানবিক করিডোর বরাবর শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি আরও বলেন, খেরসন কর্তৃপক্ষ “রাশিয়া থেকে মানবিক সহায়তা গ্রহণ করতে অস্বীকার করেছে”।
ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন, ফের বলল দিল্লি
রাশিয়ার দাবি ফের একবার নস্যাৎকরে দিল ভারত। রাশিয়া দাবি করে, ইউক্রেনীয় সেনা ৩ হাজার ভারতীয় পড়ুয়াকে জোর করে আটকে রেখেছে। শনিবার ভারতের বিদেশমন্ত্রকের শীর্ষ এক আধিকারিক জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রত্যেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রয়েছেন। পড়ুয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। এমন কোনও অভিযোগ বিদেশমন্ত্রক পায়নি। মুক্তিপণ বাবদ পড়ুয়াদের কাছে টাকা চাওয়ার অভিযোগও তিনি নস্যাৎ করেন। তবে, ইউক্রেনের তরফে সবসময় যে সহযোগিতা করা হচ্ছে না, তা স্বীকার করে নিয়েছেন বিদেশমন্ত্রকের ওই আধিকারিক।
ইউক্রেনীয়দের বার্তা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ছেন সে দেশের নাগরিকরা। রাশিয়ার ক্রমাগত হুমকির মুখে, প্রাণ হাতে করে পড়শি দেশগুলিতে গিয়ে তাঁরা আশ্রয় নিচ্ছেন। শনিবার পাঁচ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিও ঘোষণা করে রাশিয়া। যাতে সাধারণ নাগরিকরা নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারেন। এর পরই ইউক্রেনবাসীর উদ্দেশে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত, খুব শিগগিরই দেশবাসীকে বলতে পারব, আপনারা ফিরে আসুন। ফিরুন পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া-সহ অন্যান্য দেশ থেকে। ফিরে আসুন, কারণ, আর কোনও হুমকি নেই।’
কিভেই আছি
ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukrainian President) ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) কি দেশ ছেড়ে পালিয়েছেন? রাশিয়ার (Russia) দাবি ঘিরে এমন একটা খবর শুক্রবার চাউর হয়েছিল। শনিবার এই খবরের সত্যতা নস্যাত্ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘কেউ কোথাও পালিয়ে যায়নি। আমি রাজধানী শহর কিভেই (Kyiv) আছি। আমি ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছি, এ খবর গুজব ছাড়া কিছু নয়।’
আরও পড়ুন Russia-Ukraine War: শহরের প্রবেশপথে অ্যান্টি ট্যাঙ্ক রকেট, রাস্তায় বন্দুকধারী সেনা, যুদ্ধের প্রস্তুতি মাইকোলায়েভে
শহরের রাস্তায় ঝাঁকে ঝাঁকে বন্দুকধারী সৈন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। গোটা পরিস্থিতির কথা তুলে ধরেছেন সাংবাদিক মাইকেল শোয়ার্টজ। তিনি টুইটে লিখেছেন, ‘আমি দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মাইকোলায়েভে আছি, যেটি আসন্ন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন সেনা শহরের চারপাশে রুশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। রুশ হানা রুখতে শহরের একাধিক প্রবেশপথে ইউক্রেনের সেনা বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক রকেট রেখেছে।’ রুশ হানার রুখতে এই শহরে প্রস্তুত রয়েছে ইউক্রেন সেনা।