skip to content
Saturday, June 22, 2024

skip to content
HomeদেশC J Ramana: রামপুরহাট আবহে বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তদন্তে সিবিআই...

C J Ramana: রামপুরহাট আবহে বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তদন্তে সিবিআই সব সময় নিরপেক্ষ নয়

Follow Us :

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাটে (Rampurhat CBI) গ্রামবাসীদের কুপিয়ে ও পরে পুড়িয়ে খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই৷ রায়কে স্বাগত জানালেও হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জানিয়েছে, সঠিক ভাবে তদন্ত পরিচালিত না হলে প্রতিবাদ ও গণআন্দোলন হবে৷ এই আবহে বিস্ফোরক মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI NV Ramana)৷ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Ramana to CBI) অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, কখনও কখনও সিবিআইয়ের অতিসক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা তদন্তকারী সংস্থার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়৷ সিবিআইকে তাঁর পরামর্শ, মানুষের আস্থা ও ভরসাই পারবে ভাবমূর্তি ফেরাতে৷ সেটা করতে হলে সবার আগে রাজনৈতিক ও ক্ষমতাবানদের সঙ্গে অশুভ আঁতাত ভাঙতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে৷

‘গণতন্ত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও দায়িত্ব’ নিয়ে বক্তব্য পেশ করছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ তাঁর মতে, সিবিআই, এসএফআইও, ইডি ইত্যাদি তদন্তকারী সংস্থাকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য একটি বিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ক্ষমতা ও ভূমিকা নির্ধারণ এবং এলাকা বিন্যাস নিয়ে স্পষ্ট উল্লেখ থাকবে৷ পাশাপাশি পুলিসি ব্যবস্থাতেও ব্যাপক সংস্কার প্রয়োজন বলে জানান দেশের প্রধান বিচারপতি৷ এন ভি রামানা বলেন, ‘দুর্নীতির অভিযোগকে ঘিরে পুলিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ অনেক পুলিস অফিসার আমাদের জানান, ক্ষমতাশালীদের হাতে হেনস্থা হতে হয় তাদের৷’ এরপরই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘রাজনৈতিক ক্ষমতাবানেরা সময়ের সঙ্গে সঙ্গে সরে যাবে৷ কিন্তু আপনাদের জায়গাটা স্থায়ী৷’

সাম্প্রতিকতম বাংলায় ঘটে যাওয়া একের পর এক ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে বিরোধীরা৷ হাইকোর্টের নির্দেশে বগটুই গ্রামের হত্যালীলার তদন্ত করছে সিবিআই৷ এসএসসিতে নিয়োগে দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের দাবি উঠেছে৷ হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান খুন হোক কিংবা পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের খুন, সেখানেও সিবিআই তদন্তে অনড় পরিবার৷ যদিও শাসকদলের তরফে প্রতিটি ঘটনাতে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়েছে৷ অতীতের ট্র্যাক রেকর্ড বের করে এনে তৃণমূল নেতারা জানান, নোবেল চুরি, তাপসী মালিক ধর্ষণ ও খুন ইত্যাদি ঘটনার তদন্ত এখনও নিষ্পত্তি হয়নি৷ তাই সব ব্যাপারে সিবিআই তদন্তের দাবি তোলা নিরর্থক৷ যদিও এন ভি রামানা মনে করেন, সিবিআইকেও অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে হয়৷ যার মধ্যে রয়েছে পরিকাঠামোর অভাব, লোকবলের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব ইত্যাদি৷ আবার রাজনৈতিক পালাবদলের প্রভাবও তদন্তে এসে পড়ে৷ অনেক সময় তদন্তকারী অফিসারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়৷ এই সব কারণে অনেক সময় অপরাধ করেও উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত৷ আদালতের পক্ষে প্রতি পদে পদে নজরদারি চালানো সম্ভব নয়৷

আরও পড়ুন: Russia-Ukraine peace talks: রাশিয়ায় ইউক্রেনের বিমানহানা শান্তি বৈঠকে ব্যাঘাত ঘটাবে, বলল ক্রেমলিন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Modi-Mamata | আলোচনা ছাড়াই আইন পাস, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
00:00
Video thumbnail
NEET কাণ্ড মুখ খুললেন তেজস্বী কী বললেন শুনুন
00:00
Video thumbnail
আয়করে কি ছাড় বাড়বে ? বড় ঘোষণা হতে চলেছে নতুন সরকারের প্রথম বাজেটে
08:12:41
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর ? জানুন আসল খবর
07:35:35
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর ? জানুন আসল খবর
00:00
Video thumbnail
NDA | মহারাষ্ট্রে NDA কি ব্যাকফুটে? শিণ্ডে গোষ্ঠীর সঙ্গে মতপার্থক্য? কী হবে?
04:31:35
Video thumbnail
TMC | তোলাবাজি করে মদ-মাংস খেলে ব্যবস্থা ! তৃণমূল কর্মীদের হুমকি মন্ত্রীর
04:21:08
Video thumbnail
EVM | EC | বিগ ব্রেকিং! এবার EVM চেক হবে! ৬ রাজ্যের ৮ সিটে
06:06:25
Video thumbnail
Suvendu Adhikari | হঠাৎ কেন সুর নরম ? ধরনা দিতে আদালতে বিকল্প জায়গার প্রস্তাব শুভেন্দুর !
08:54:50
Video thumbnail
Modi-Mamata | আলোচনা ছাড়াই আইন পাস, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
10:37:11