Wednesday, July 2, 2025
Homeজেলার খবরKaliyaganj TMC: কালিয়াগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ মহিলা

Kaliyaganj TMC: কালিয়াগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ মহিলা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্যজুড়ে বিজেপি বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি থেকে সাধারণ কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই অবস্থা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেলফ হেল্প গ্রুপের ৫০০ জন মহিলা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। দলত্যাগীরা জানান, ভুল বুঝিয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল বিজেপি। এখানে গেরুয়া শিবিরের কোনও সংগঠনই নেই। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্ম দেখেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান।

সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সৌমেন আজ বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ১০ বছর ধরে সারা বাংলায় উন্নয়নের কাজ করছেন। সমস্ত স্তরের মানুষের কাছে যাবতীয় প্রকল্পের সুবিধে পৌঁছে দিচ্ছেন। সেই উন্নয়নের সঙ্গী হতেই আজ ৫০০ মহিলা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।’

আরও পড়ুনUttarpradesh: মোদির গড়ে বিধান পরিষদে হার বিজেপির, অন্যত্র গেরুয়া ঝড়, বেপাত্তা সমাজবাদী পার্টি

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39