skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsWeather Update: প্রবল বর্ষণে ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে দুর্বল বর্ষা

Weather Update: প্রবল বর্ষণে ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে দুর্বল বর্ষা

Follow Us :

কলকাতা: প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও দুর্বল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হলেও গুমোট পরিস্থিতি অব্যাহত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ধস নামার আশঙ্কা। আরও বাড়তে পারে নদীর জলস্তর।

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গুমোট গরমে নাজেহাল শহরবাসী। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬৬ শতাংশ। কলকাতায় এদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুপুরের পর থেকে শহরের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে শহরে।

প্রাক বর্ষার মরশুমেও সেভাবে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেবলমাত্র। দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতে। এই কারণেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর ধীরগতিতে আসছে।

আরও পড়ুন: Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, কিছুটা নিয়ম শিথিল করল কেন্দ্র

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতিবৃষ্টির সর্তকতা। ইতিমধ্যে বর্ষার আগেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। ভুটান থেকে আসা খরস্রোতা নদীগুলির জল ঢুকে যাওয়ায় আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তিস্তাতেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। এক নাগাড়ে বৃষ্টির জেরে নাজেহাল ডুয়ার্সের মানুষও। এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে গভীর রাত থেকে ঘরে ঢুকতে শুরু করেছে বৃষ্টির জল। খাবার ঘর, রান্নাঘরে প্রায় একহাঁটু জল জমে গিয়েছে। আরও বেশি বৃষ্টি হলে আলিপুরদুয়ারে বন্যার আশঙ্কা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular