skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsAgnipath Protest: অগ্নিপথের প্রতিবাদে হাওড়া ব্রিজ-বনগাঁ শাখায় অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

Agnipath Protest: অগ্নিপথের প্রতিবাদে হাওড়া ব্রিজ-বনগাঁ শাখায় অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

Follow Us :

কলকাতা: আজও অগ্নিপথ বিতর্কের আঁচ রাজ্যে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় এবার হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভে সামিল যুবকরা। শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিস।

অগ্নিপথের আঁচ পড়েছে উত্তর ২৪ পরগনাতেও। এদিন সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়ে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছয়।

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বনগাঁ শাখায় ট্রেন অবরোধ বিক্ষোভকারীদের। শুক্রবার। নিজস্ব চিত্র।

বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির চাপে অগ্নিপথে নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করল মোদি সরকার। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র। আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।

কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছর পর্যন্ত করা হচ্ছে। গত দু’বছরে সেনা বাহিনীতে নিয়োগ করা সম্ভব হয়নি। এই বিষয়টি সম্পর্কে সরকার যথেষ্ট সচেতন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, কিছুটা নিয়ম শিথিল করল কেন্দ্র

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২১ বছরের ভারতীয় তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনা বাহিনীতে নিয়োগ করা হবে। বছরে ৪৫ হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে। মেয়াদ শেষে ২৫ শতাংশ সেনাকে সরাসরি সেনা বাহিনীতে স্থায়ী পদে যোগদান করা হবে। বাকি ৭৫ শতাংশকে এককালীন আর্থিক সাহায্য করে কার্যত বিদায় দেওয়া হবে। কেন্দ্রের এই ঘোষণার পরই দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন যুবকরা।

RELATED ARTICLES

Most Popular