কলকাতা: খাদ্য দফতরে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছে আদালত। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়।
আদালত সূত্রের খবর, ২০২১ সালের ৮ অক্টোবর ১৬১ জন অপারেটরকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করা হয়। এই বছরের ৩০ এপ্রিল তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সকলকে অবাক করে দিয়ে চলতি বছরের ২৪ জুন ফের নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় খাদ্য দফতর। তাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান চাকরি চলে যাওয়া ওই ১৬১ জন ডাটা এন্ট্রি অপারেটর।
বুধবার আদালত রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছে। কেন খাদ্য দফতর ওই ১৬১ জনের চাকরি ফিরিয়ে নিল, কেনই বা নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল, হলফনামায় তা জানতে চাওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর।
বিভিন্ন মহলের অভিযোগ, এই নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। মামলাকারীরা জানান, কেন তাঁদের নিয়োগ বাতিল হল, কেন তাঁদের মাস সাতেক চাকরি করতে দেওয়া হল, সবটাই বিস্ময়ের ব্যাপার। এক মামলাকারী বলেন, আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।