Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDog chained to car: গাড়ির সঙ্গে কুকুরকে বেঁধে ব্যস্ত সড়কে চরকিপাক চালকের,...

Dog chained to car: গাড়ির সঙ্গে কুকুরকে বেঁধে ব্যস্ত সড়কে চরকিপাক চালকের, নির্মম রসিকতার ভিডিয়ো ভাইরাল

Follow Us :

মানুষের পাশবিক আচরণ। একটি কুকুরকে গাড়ির সঙ্গে বেঁধে শহরে চরকিপাক খেলেন ডঃ রজনীশ গ্বালা নামে এক ব্যক্তি। এমনই নির্মম রসিকতার সাক্ষী থাকল রাজস্থানের যোধপুর শহর। আর সেই দৃশ্যের ছবি ভাইরাল নেট দুনিয়ায়। সকলেই একবাক্যে ওই মানুষরূপী পশুর কঠোর শাস্তি দাবি করেছেন।

গত রবিবার দিনের আলোয় যোধপুরের রাস্তায় দেখা গেল সেই ভয়ানক ছবি। এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছেন। তাঁর গাড়ির সঙ্গে চেন দিয়ে বাঁধা একটি কুকুর ছুটে চলেছে। শুধু তাই নয়, গাড়ির গতির সঙ্গে সে তাল মেলাতে না পেরে বারবার পড়ে যাচ্ছে। তাতেও থামছে না গাড়ি। কুকুরটি ওই অবস্থায় দাঁড়ানোর চেষ্টা করলেও পারছে না। হেঁচড়াতে হেঁচড়াতে তাকে টেনে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: Kerala lottery results: লটারিতে ২৫ কোটি জিতলেন কেরালার অটো চালক

ওই গাড়িরই পিছনে যাওয়া অপর একটি গাড়ির চালক মোবাইলে এই দৃশ্যটি রেকর্ড করেন। এরকম মর্মান্তিক ঘটনা দেখে স্থির থাকতে না পেরে অন্য এক বাইক চালক জোরে গাড়ি চালিয়ে রজনীশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে তাঁকে রোখেন। জোরজবরদস্তি করে প্রায় মরোমরো কুকুরটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এই ভিডিয়ো ভাইরাল হতে এতটুকুও সময় নেয়নি। সঙ্গে সঙ্গে পশু-অত্যাচার ও হিংস্র আচরণের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন পশুপ্রেমী ও সাধারণ নেটিজেনরাও। ওই ব্যক্তির কড়া শাস্তির দাবিতে মুখর হয়েছেন সকলে। গাড়ির সঙ্গে বেঁধে দৌড় করানোর এই নির্মম রসিকতার জন্য কুকুরটির মুখ একটি কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন ওই ব্যক্তি। যাতে কুকুরটির চিৎকার কারও কানে না পৌঁছায়।


কুকুরটিকে উদ্ধারের পর দেখা যায়, তার সারা গায়ে অগুনতি ক্ষত হয়েছে। রাস্তায় ঘষা খেয়ে জায়গায় জায়গায় চামড়া উঠে গিয়েছে। পায়ের হাড় বেশ কয়েক জায়গায় ভেঙে গিয়েছে। স্থানীয়রাই কুকুরটিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান এবং শহরের একটি পশুপ্রেমী সংস্থাকে খবর দেন। তাদের পক্ষ থেকে এক টুইটে ভিডিয়ো আপলোপ করে লেখা হয়েছে, যোধপুরে শাস্ত্রীনগরে ডঃ রজনীশ গ্বালা এরকম জঘণ্য কাজ করেছেন। যার ফলে সারমেয়টির সারা গায়ে ক্ষত ও বেশ কয়েকটি হাড় ভেঙেছে। যোধপুরের পুলিশ কমিশনারের কাছে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। ওই ব্যক্তির লাইসেন্স বাতিলেরও দাবি তোলা হয়েছে।

ভিডিয়ো দেখে একজন মন্তব্য করেছেন, এই লোকটি যেন ছাড় না পায়। কঠোরতম শাস্তি দেওয়া হোক। কুকুরটির সঙ্গে সে যে আচরণ করেছে, তার থেকেও খারাপ কিছু করা হোক ওর সঙ্গে। তাহলে সে বুঝতে পারবে তার পাপের ফল কী! টুইটেই স্বেচ্ছাসেবী সংস্থাটি একটি এফআইআর করেছে। পশু নির্যাতন আইনে ওই অভিযোগটি করা হয়েছে। জখম কুকুরটি আপাতত তাদের হেফাজতেই আছে। পুলিশ এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে। গাড়িটিকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | ভোটের আগের দিন পঃ মেদিনীপুরে নগদ ২৪ লক্ষ টাকা উদ্ধার
00:00
Video thumbnail
Cyclone Remal | শনিবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়, রবিবার সন্ধের পর রেমালের ল্যান্ডফল
00:00
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | প্রণব-মমতা সাক্ষাৎ হলে কী খাওয়া হতো?
58:21
Video thumbnail
Cyclone Remal | কবে ল্যান্ডফল রেমালের! রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
05:53
Video thumbnail
Beyond politics | বিশ্বাসঘাতকদের ইতিহাস নির্মাণ
11:54:58
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি এখন অদক্ষ অফিসারে ভরে গিয়েছে, বলছেন বিচারপতি
11:54:56
Video thumbnail
আজকে (Aajke) | এবার ওবিসি নিয়ে নতুন রাজনীতি
11:55:00
Video thumbnail
Bangladesh MP | কলকাতায় বাংলাদেশি সাংসদ খু*নে নয়া মোড়, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ
06:05
Video thumbnail
Paschim Medinipur BJP | ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতার থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা
03:43
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৮) | Sonia Gandhi | সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না?
11:54:56