প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। এই যাত্রা পরিচালনার জন্য রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে আগেই। তাতে প্রদেশ কংগ্রেসের ১২ জন নেতা রয়েছেনষ এছাড়াও যেসব জেলার উপর দিয়ে এই যাত্রা যাবে, সেই সব জেলার সভাপতিরাও এই কমিটির সদস্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে বুধবার এক বৈঠকে ওই যাত্রার কর্মসূচি চূড়ান্ত হয়। বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, ওইদিনই ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক মাসেরও বেশি সময় আগে দক্ষিণ ভারত থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন। তা চলবে পাঁচ মাস। প্রায় ৫ হাজার কিমি পথ পাড়ি দেওয়ার কথা যাত্রায় অংশগ্রহণকারীদের। রাহুল এবং অন্য কংগ্রেস নেতারা প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ কিমি পথ হাঁটছেন। এই কর্মসূচির ফাঁকেই রাহুল কখনও সাংবাদিক বৈঠক করছেনস কখনও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপচারিতা সারছেন, কখনও আবার স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন।
আরও পড়ুন: মন্দার গ্রাসে প্রায় গোটা পৃথিবী, তবু উজ্জ্বল ভারত! বলছে আইএমএফ-এর সমীক্ষা
বিভিন্ন রাজ্যে কংগ্রেস তাদের মতো করে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি গ্রহণ করছে। বাংলায় কংগ্রেসের সাংগঠনিক হাল খুবই খারাপ। এই অবস্থায় ভারত জোড়ো যাত্রা তারা করে উঠতে পারবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলের সংশয় ছিল। সেই সংশয় কাটিয়ে উঠে প্রদেশ নেতৃত্ব অবশেষে যাত্রার দিনক্ষণ চূড়ান্ত করেছেন। সাগর থেকে পাহাড় পর্যন্ত একাধিক জেলার উপর দিয়ে যাবে এই যাত্রা। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জেলার নেতাদের জানিয়ে দিয়েছেন, ওই যাত্রায় বেশি সংখ্যক লোকজনের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। এই যাত্রার মাধ্যমেই রাজ্য কংগ্রেসের নেতারা আগামী পঞ্চায়েত ভোটের প্রচারের কাজ কিছুটা এগিয়ে রাখতে চান।