জুরিখ, ৭ নভেম্বর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে এবার গতবারের ফাইনালের লাইনআপ। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ‘ড্র’হয়ে গেল। শেষ ষোলোয় কে কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হয়ে গেল। এবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে লিভারপুলের বিরুদ্ধে। গতবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল রিয়াল মাদ্রিদ-লিভারপুল। লিভারপুলকে হারিয়ে খেতাব জিতেছিল রিয়ালের। এবার সেখানে করিমা বেঞ্জিমাদের সঙ্গে মোহাম্মদ সালহা-দের মুখরোচক লড়াই এবার দেখা যাবে শেষ ষোলোতেই।
মেসি, নেইমার, এমবাপেদের পিএসজি শেষ আটে ওঠার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। সাদেও মানেদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে মেসিদের। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল বায়ার্ন-পিএসজি। ইতালির এসি মিলানকে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে হবে ইংল্যান্ডের টটেনহ্যামের বিরুদ্ধে। প্রিমিয়র লিগের ক্লাব চেলসি খেলবে ডর্টমুন্ডের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আরও পড়ুন-Cafu: রাজপুর সোনারপুরে কাফু জ্বর
BREAKING: The Round of 16 draw for the Champions League is complete! ?
— Sky Sports News (@SkySportsNews) November 7, 2022
চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার পর্বের খেলা হবে ১৪,১৫,২১ ও ২২ ফেব্রুয়ারি-তে। তারপর ১১,১২,১৮,১৯ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনাল। ১৬ ও ১৭ মে হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে তুর্কির ইস্তানবুলে ১০ জুন, ২০২৩-এ।
চ্যাম্পিয়ন্স লিগ প্রি কোয়ার্টার ফাইনাল লাইনআপ
আরবি লাইপিজিগ বনাম ম্যান সিটি
ক্লাব ব্রুর্গে বনাম বেনফিকা
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ
এসি মিলান বনাম টটেনহ্যাম
নাপোলি বনাম ফ্র্যাঙ্কফুর্ট
চেলসি বনাম ডর্টমুন্ড
ইন্টার মিলান বনাম এফসি পর্তো
পিএজি বনাম বায়ার্ন মিউনিখ