তারকা সন্তানদের নিয়ে বলিউডে কৌতূহলের শেষ নেই। হবেই না বা কেন; বেশ কিছু তারকা সন্তান তো ইতিমধ্যেই রূপোলি পর্দায় যথেষ্ট স্বনামধন্যই হয়েছেন। বেশিরভাগ তারকা সন্তান বলিউডে তাদের কেরিয়ার গড়তে চান। অনেক স্টারকিড অবশ্য অভিনয়ে নাম না লেখালেও নানান আলোচনায় তাঁদের কথা উঠে আসে।
আরো পড়ুন: Varun Dhawan Would be Father: বলিউডের আর এক হিরো বাবা হতে চলেছেন, এমনটাই ইঙ্গিত সলমনের
সে দিক থেকে দেখতে গেলে বলিউডের হার্টথ্রব অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির পুত্র আরাভ কুমার একেবারেই আলাদা। কিন্তু আরাম অন্যান্য সেলিব্রেটি-সন্তানদের মতো নয়। একটি বহুল প্রচলিত ইংরাজি দৈনিকের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন সব তথ্য জানিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্রর অন্যতম জনপ্রিয় তারকা রামচরণ। বলা যেতে পারে বাবা চিরঞ্জীবীর দেখানো পথ ধরেই তিনিও অভিনয় এসেছিলেন। এই মঞ্চে অক্ষয় কুমার তার বাড়ির বিপরীত চিত্র তুলে ধরেন।”আমি শুধু ভাবি আমার বাড়িতেই অদ্ভুত ধরনের আলাদা চিত্র। আমি আমার ছেলেকে আমার ছবি দেখাতে চাই চলচ্চিত্র বিষয়ে তাকে বলতে চাই। কিন্তু সে ছবি দেখতে চায় না। আমি নানান ভাবে তাকে চলচ্চিত্রের মধ্যে রাখতে চাই সে কোনভাবেই এসবের মধ্যে থাকতে চায় না। আমার ছেলে তার নিজের কাজেই ব্যস্ত থাকে। সে পড়াশোনা অথবা ফ্যাশন ডিজাইন করতে চায়।’ এই মুহূর্তে আরাভ দেশের বাইরে পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্রসঙ্গত, ২০০১ সালে অভিনেত্রী টুইংকেল খান্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। এই দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। এছাড়াও তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। তার নাম নিতারা কুমার। তাকেও খুব একটা দেখা যায় না বললেই চলে। আর বেশ কিছুকাল হয়ে গেছে অক্ষয়-স্ত্রী টুইঙ্কেল খান্নাকে আর পর্দায় দেখা যায় না। অনেকেরই ধারণা তাদের দুই সন্তানকে রূপলি পর্দা থেকে দূরেই রাখতে চান মা টুইঙ্কেল।
টুইঙ্কেল অভিনেত্রী হতে চাননি কোনওদিনই। মনে তেমন কোনও বাসনাও ছিল না। কিন্তু বাধ্য হয়েই অভিনয় করতে হয়েছিল টুইঙ্কলকে। করিনা কাপুর খানের সঙ্গে একটি চ্যাটে সেই কথা নিজে মুখে স্বীকার করে নিয়েছেন টুইঙ্কল খান্না। মা ডিম্পল ছিলেন সিঙ্গল মা। মায়ের উপর সংসার চালানোর চাপ ছিল। মাকে সাহায্য করতেই অভিনয়ে আসা তাঁর।ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে। ডিম্পল কাপাডিয়া একাকী মা। তার উপর তাঁরা আবার তারকা। তাই মাকে একপ্রকার সাহায্য করতেই সিনেমায় অভিনয় করতে হয়েছিল টুইঙ্কলকে। নিজেই সেই কথা জানিয়েছেন টুইঙ্কল। অভিনয় ছেড়েছেন অনেকদিন হল। এখন নিয়মিত বই লেখেন অক্ষয় কুমারের স্ত্রী আর মন দিয়ে সংসার করেন।