Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIND VS SL: আরশদীপকে তোপ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার

IND VS SL: আরশদীপকে তোপ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার

Follow Us :

পুনে: দ্বিতীয় টি২০ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন শ্রীলঙ্কার (Sri lanka)। ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দাসুন শনাকারা (Dasun Shanaka)। তবে এই হারের জন্য দায়ী করা হচ্ছে আরশদীপ সিং (Arshdeep Singh)-এর বোলিংকে। নো বলের হ্যাট্রিক সহ ২ ওভারে ৫টি নো বল করেন তিনি। বোলিং করার সময় নিজেকে একেবারে নিয়ন্ত্রনে রাখতে পারছিলেন না আরশদীপ। আর আরশদীপের এ হেন পারফরম্যান্সে বেজায় চটেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁকে অপরাধী বলতেও ছাড়েননি তিনি। 

পান্ডিয়া আরও বলেন, ‘এটা নতুন নয়, এর আগেও আরশদীপ অনেক নো বল করেছে।হবে। তবেই ও ভাল বল করতে পারবে।আন্তর্জাতিক ক্রিকেটে নো বল করা হল একটা অপরাধ। সেটা ওকে বুঝতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবেই ও ভালো বল করতে পারবে।’

আরও পড়ুন: India vs Sri Lanka: ব্যাটিং ব্যর্থতা, শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হার ভারতের 

উল্লেখ্য, ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে জলে গেল সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) লড়াই। দু’জন ষষ্ঠ উইকেটে ৯১ রান যোগ করলেও শেষরক্ষা হল না। টিম ইন্ডিয়ার ইনিংস ৮ উইকেটে ১৯০ রানে থেমে যায়।যে মাঠে প্রথমে ব্যাট করে জয়ের পরিসংখ্যান বেশি, সেই মাঠে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হঠাৎ আগে বল করার সিদ্ধান্ত অবাক করে দেয়। টস জিতলে আগে ব্যাট করতেন বলেই জানালেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। পুণের ছোট মাঠে যে কোনও অধিনায়ক সেটাই করেন। সুযোগ পেয়ে কাজেও লাগালেন শ্রীলঙ্কার ওপেনাররা। বড় রান তোলার ভিতটা করে দিলেন তাঁরা। হার্দিক প্রথম ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন। কিন্তু তা ভুলিয়ে দিলেন আরশদীপ সিংহ। একের পর এক নো বল করে গেলেন। দ্বিতীয় ওভারে পর পর তিনটি নো বল করেন তিনি। দিলেন ১৯ রান। গোটা ম্যাচে ২ ওভার বল করেছেন আরশদীপ। পাঁচটি নো বল করেছেন তার মধ্যে। দিয়েছেন ৩৭ রান। কোনও উইকেটও পাননি। তবে ফের একবার বাইশ গজের যুদ্ধে গতির আগুন ছোটালেন উমরান মালিক। তাঁর বলের গতিতে একটা সময় কেঁপে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং।

RELATED ARTICLES

Most Popular