Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনBhojpuri Actress Rani Chatterjee: পর্দায় ৪৬৫ বার কনে সেজেছেন, বিয়ে হয়নি আজও!

Bhojpuri Actress Rani Chatterjee: পর্দায় ৪৬৫ বার কনে সেজেছেন, বিয়ে হয়নি আজও!

Follow Us :

 ভোজপুরি ছবির অন্যতম জনপ্রিয় বঙ্গতনয়া অভিনেত্রী রানি চ্যাটার্জীর (bhojpuri actress bengali girl rani chatterjee) ২০১৩ সালে বড় পর্দায় অভিষেক হয়েছিল। তাঁর প্রথম ভোজপুরি ছবি ‘শ্বাশুরা বড়া পায়সাওয়ালা’। ছবিতে তার বিপরীতে ছিলেন ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। একাধিক পুরস্কারের পাশাপাশি ব্যাপক সাফল্য পেয়েছিল বক্স অফিসে এই ছবি।’রানি নাম্বার ৭৮৬’ ছবিটিও তাঁকে যথেষ্ট পরিচিতি দিয়েছে।
তারপর থেকে বঙ্গতনয়া এই অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনেত্রী নিজের ফিটনেসের ব্যাপারে সবসময় সজাগ থাকেন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের শরীর চর্চার একাধিক ছবি অথবা ভিডিও পোস্ট করে থাকেন রানি। পাশ্চাত্য পোশাকের পাশাপাশি শরীরচর্চার পোশাকে যথেষ্ট বোল্ড লুকের তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় রানির এই সমস্ত ছবি তাঁকে মাঝেমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে রাখে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রানিকে ‘সোশ্যাল মিডিয়া কুইন’ (Social Media Queen in Bhojpuri cinema) বলে অভিহিত করা হয়।
প্রসঙ্গত ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৯ বছরের দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। যার বেশিরভাগই সুপারহিট।
অভিনেত্রী নতুন ছবি ‘গ্যাংস্টার অফ বিহার’ সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছে। এই ছবিতেই বিয়ের কনে সেজে ছবি পোস্ট করে মজার একটি তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রানি। তিনি নিজেই জানিয়েছেন জীবনে ৪০০ বেশি ছবিতে কোনে সেজে পর্দায় অভিনয় করেছেন।
পোস্টে রানী আরো লিখেছেন,”১৯ বছরের কেরিয়ারে ৪৬৫ বার বিয়ের কনে সাজতে হয়েছে। আবার কনে সাজতে হল ‘গ্যাংস্টার অফ বিহার’ এর জন্য।”


পর্দায় এতবার কনের চরিত্রে দেখা গেলও ভোজপুরি ছবির ৪৪ বছরের এই বাঙালি অভিনেত্রী রিয়েল লাইফে এখনো অবিবাহিত রয়েছেন (Still Unmarried)। অনেকেই জানেন না এই অভিনেত্রীর আসল নাম সাবিহা শেখ। মুসলিম পরিবারের সন্তান হয়েও হিন্দু নামে তিনি পরিচিত। এ প্রসঙ্গে রানি নিজেই জানিয়েছিলেন ‘শ্বসুরা বড়া পয়সাওয়ালা’ ছবির একটি দৃশ্য আমারা মন্দিরে শুটিং করেছিলাম। সেখানে মিডিয়ার লোকজন আমার ইন্টারভিউ নিয়েছিল। তখন পরিচালক ভাবলেন আমি যেহেতু মুসলিম তাই আসল পরিচয় প্রকাশ করলে মন্দিরের শুটিং নিয়ে বিতর্ক হতে পারে। সেই জন্য যখন কেউ আমার নাম জানতে চেয়েছিল তখন পরিচালক ‘রানি চ্যাটার্জি’ বলেছিলেন। আর ঠিক সেই সময় বলিউডে নতুন অভিনেত্রী হিসেবে রানি মুখার্জি ব্যাপক সাড়া ফেলেছিলেন। তা থেকেই অনুপ্রাণিত হয় পরিচালক আমার নাম দিয়েছিলেন ‘রানি চ্যাটার্জি’।


রানি আরও জানান,’পরিচালক আমার নাম পরিবর্তন করায় পরিবারের লোকজন আমার ওপর খুব রেগে গিয়েছিল; কিন্তু পরিচালক তাঁদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। মনোজ তে বাড়ির সঙ্গে আমার এই প্রথম ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট করেছিল। অনেক রেকর্ড গড়েছিল। এরপর বহু ছবির প্রস্তাব পেয়েছি এবং আজ ভোজপুরি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হয়েছি’।

RELATED ARTICLES

Most Popular