Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMarriage At Police Station: দুই পুলিশকর্মীর বিয়ের আসর, আলোর রোশনাইয়ে সেজে...

Marriage At Police Station: দুই পুলিশকর্মীর বিয়ের আসর, আলোর রোশনাইয়ে সেজে উঠল মথুরাপুর থানা 

Follow Us :

মথুরাপুর: আলোর রোশনাইয়ে সেজে উঠল থানা (Police Station) , থানাতেই বসল বিয়ের (Marriage)  আসর। বরকনে সিভিক পুলিশ (Civic Police) কর্মী। 
বৃহস্পতিবার (Thursday) দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানায় দুই সিভিক পুলিশ কর্মী (Police Worker) রানু জানা ও স্বরূপ প্রামাণিকের চার হাত এক হল।
মথুরাপুর থানার তালপুকুরের বাসিন্দা স্বরূপ প্রামাণিকের স্ত্রী অসুখে মারা যান।

ওই থানারই সিভিক পুলিশ রানু দেবীপুরের বাসিন্দা। তাঁর স্বামীও কিছুদিন আগে মারা যান। তিনিও সিভিক পুলিশ ছিলেন। স্বামী মারা যাওয়ার পর সেই জায়গায় সিভিক পুলিশের (Civic Police) চাকরি পান রানু। 
এক থানাতেই কাজ করার সুবাদে রানু এবং স্বরূপের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করেন। বিষয়টি নজর এড়ায়নি  থানার অফিসারদের। তাঁরাও ওই দুজনের বিয়ের ব্যাপারে উদ্যোগী হন। মূলত থানার এসআই অনুপ মজুমদারের উদ্যোগে তাঁদেরে বিয়ের আয়োজন হয়।

আরও পড়ুন: Kiara Sidharth Wedding Isha Ambani: কিয়ারা-সিদ্ধার্থ বিয়ে,অতিথি তালিকায় আম্বানি-কন্যা ইশা   

মথুরাপুর (Mathurapur) থানায় বিয়ে উপলক্ষে এলাহি আয়োজন ছিল। থানা চত্বর আলোর মালায় সাজানো হয়। ভুরিভোজেরও আয়োজন করা হয়।
মথুরাপুর থানার কর্মীরা বলেন, রানু ও স্বরূপ একে অপরের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল৷ ওরা দুজনেই ওদের জীবনসঙ্গীকে হারিয়েছে। তাই  নতুন করে সংসার পাততে চেয়েছিল। আমরা চার হাত মিলিয়ে দিলাম। 
রানু বলেন, আমি এখানে বাবা-মা পেয়েছি, ভাই পেয়েছি আমি আজ খুব খুশি৷ স্বরূপও খুশিতে ডগমগ৷ 

RELATED ARTICLES

Most Popular