Wednesday, July 2, 2025
Homeআন্তর্জাতিকHackers of Iran on Charlie Hebdo:ফ্রান্সের ম্যাগাজিনের গ্রাহকদের তথ্য হ্যাক করল ইরানি...

Hackers of Iran on Charlie Hebdo:ফ্রান্সের ম্যাগাজিনের গ্রাহকদের তথ্য হ্যাক করল ইরানি হ্যাকাররা

Follow Us :

প্যারিস: ফ্রান্সের (France) খ্যাতনামা ব্যঙ্গচিত্র ম্যাগাজিন শার্লি (Charlie Hebdo) এবদোর কম্পিউটার হ্যাক করল  ইরানের হ্যাকাররা। শনিবার এরকমই জল্পনা ছড়িয়েছে। তাতে বলা হচ্ছে অন্তত ২ লক্ষ সাবস্ক্রাইবারের তথ্য ইরানের (Iran) হ্যাকারদের হাতে চলে গিয়েছে। একটি সূত্রে এই খবর জানা গিয়েছে। মাইক্রোসফটের সিকিউরিটি বিশেষজ্ঞরাও (Security Expert) এমন মনে করছেন। 
জানুয়ারির প্রথম দিকে এই হ্যাকিং হয়। যখন ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেইনিকে নিয়ে ব্যঙ্গচিত্রের সিরিজ করা হয়েছিল। তখন এই ঘটনা ঘটে। ইরানে সরকার বিরোধী যেসব প্রতিবাদ হচ্ছে তার সমর্থনে ব্যঙ্গচিত্র করে ফ্রান্সের ওই পত্রিকা। ঘটনায় ফ্রান্স, ইরান কেউই এখনই প্রকাশ্যে বিবৃতি দেয়নি। বরং ওই পত্রিকার তরফে বলা হয়েছে, এখনই তারা ওই হ্যাকিংয়ের বিষয়ে কোনও মন্তব্য করবে না। 
ওই কার্টুনের পর ইরান সেখানকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে (Embassy) তলব করেছিল। সেখানকার ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ রিসার্চের কার্যকলাপ বন্ধ করে দেয়। 
জানা গিয়েছে, ওই তথ্য হ্যাক (Hack) করা হয়েছে। তা লিকও করা হয়েছে। এখানে ইরানের মদত রয়েছে বলে দাবি করা হচ্ছে। যে গ্রুপ এটি করেছে তারা আমেরিকার রাষ্টি্রপতির নির্বাচনে এরকম চেষ্টা করেছিল। ইরান অবশ্য আগেও তা নাকচ করে দেয়। খামেইনির কার্টুন নিয়ে ইরানের প্রতিবাদ জারি রয়েছে। তার মধ্যে হোলি সোল (Holy Soul) নামে একটি গোষ্ঠী এক অনলাইন ফোরামে (Online Forum) জানিয়েছে তাদের কাছে ২ লক্ষ সাবস্ক্রাইবারের তথ্য আছে। এমনকী তারা জানিয়েছে, টাকার বিনিময়ে সেই তথ্য তারা বিক্রি করতেও রাজি। এবং কিছু নমুনা ডেটা লিক করা হয়। ফ্রান্সের সংবাদপত্র লে মন্ডে ওই তথ্য ঠিক বলে স্বীকার করে নিয়েছে।
এমনকী ইরানের হ্যাকাররা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেক অ্যাকাউন্ট (Fake Account) খুলে খামেইনিকে নিয়ে করা কার্টুনের সমালোচনা করেছিল।  

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39