Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBomb Recovered in Murshidabad: সালারে বোমা উদ্ধার, পঞ্চায়েত ভোটের আগে উদ্বিগ্ন প্রশাসন

Bomb Recovered in Murshidabad: সালারে বোমা উদ্ধার, পঞ্চায়েত ভোটের আগে উদ্বিগ্ন প্রশাসন

Follow Us :

মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগেই বিভিন্ন জেলায় বোমা-গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে। গত দু-তিন মাসের মধ্যে শুধু মুর্শিদাবাদ (Murshidabad) জেলাতেই একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার মধ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও রয়েছে। ওই সময়কালে জেলায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এরই মধ্যে সালারের আলেপুর শেখ পাড়ায় সোমবার রাতে উদ্ধার হল ১৬ টি তাজা বোমা (Bomb)। একটি প্লাস্টিকের পাত্রে সেগুলি রাখা ছিল। মঙ্গলবার সকালে জেলা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড (Bomb Squad) সেগুলি নিষ্ক্রিয় করে। এর আগে জেলার বিভিন্ন প্রান্তে বোমা (Bomb) উদ্ধারের ঘটনা ঘটেছে। শুধু মুর্শিদাবাদ জেলাতেই নয়, পাশের বীরভূম জেলাতেও সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করেছে পুলিশ (Police)। বীরভূমের মাড়গ্রামে শনিবার রাতে দুই তৃণমূল কর্মী বোমার হামলায় নিহত হন। শাসকদলের অভিযোগ, বিরোধী জোটের লোকজন ওই হামলা চালায়। যদিও বিরোধীদের দাবি, এই খুনের ঘটনাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই পরিণতি।

বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোট ( Panchayet Election) যত এগিয়ে আসছে, ততই জেলায় জেলায় বোমা-গুলি-অস্ত্রশস্ত্র ধরা পড়ছে। বিরোধীদের দাবি, তাদের শায়েস্তা করার জন্যই শাসকদল অস্ত্রশস্ত্র মজুত করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যটাই বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে। রোজই মুর্শিদাবাদের (Murshidabad) কোথাও না কোথাও বোমা-গুলি-অস্ত্র উদ্ধার হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে লোক মারা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যটাকেই উত্তপ্ত করার চক্রান্ত চলছে। শাসকদল অবশ্য অধীরের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। সালারে বোমা পাওয়ার ঘটনা নিয়ে জেলা তদন্তে নেমে পড়েছে। কারা বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

আরও পড়ুন:Turkey Earthquake: তুরস্ক কেন বার বার ভূমিকম্পের শিকার? জেনে নিন বৈজ্ঞানিক ব্যাখ্যা  

এর আগে মুর্শিদাবাদের (Murshidabad) একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধার করেছিল পুলিশ। চলতি মাসেই মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেলডাঙা থানার অন্তর্গত সুজাপুর এলাকা থেকে উদ্ধার হয় বোমা (Bomb)। এলাকার স্থানীয়রা মাঠে চাষ করতে গিয়ে দুই জার ভর্তি বোমা (Bomb) পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেন বেলডাঙা থানায়। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে (Bomb Squad)। তারা এসে বোমগুলি নিষ্ক্রিয় করে। অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে উদ্ধার হয় বোমা। এর আগে হরিহরপাড়াতেও উদ্ধার হয়েছিল তাজা বোমা।  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Beyond Politics | চারিদিকে চিমনি আর চিমনি!
11:19
Video thumbnail
ধর্মবুদ্ধে মুখোমুখি | CAA নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় আহ্বান: শান্তনু ঠাকুর
09:13
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ভোটে জিততে সন্দেশখালির ব্লু প্রিন্ট : মমতা
27:48
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | ভোটের আগে ফের হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ
17:34
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | Dharmajuddha Damama | নারী নির্যাতনের অভিযোগ সাজানো, অভিযোগ তৃণমূলের
13:54
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | এবার কি ছক্কা হাঁকাবেন? নাকি 'আউট' হবেন ইউসুফের কাছে
02:15
Video thumbnail
Sera 10 | সন্দেশখালি ‘স্টিং’ বিতর্কে মহুয়া গড়ে মুখ খুললেন শাহ
17:00
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
13:29
Video thumbnail
জেলা Bulletin | বাংলায় তিরিশের বেশি আসন পাব, পঁয়ত্রিশও হতে পারে, আসন সংখ্যা নিয়ে ধন্দে শাহ
05:59
Video thumbnail
Kolkata Rain | অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়, দেখুন ভিডিও
00:40