Wednesday, July 2, 2025
HomeদেশAdani Groups: আদানির অর্থে 'দেবী' পুরস্কার প্রত্যাখ্যান তামিল কবির

Adani Groups: আদানির অর্থে ‘দেবী’ পুরস্কার প্রত্যাখ্যান তামিল কবির

Follow Us :

চেন্নাই: পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর দলিত মহিলা কবি (Tamil Poet)। কারণ পুরস্কারের সঙ্গে যুক্ত আদানি গোষ্ঠীর (Adani Groups) নাম। তাই পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিলেন তামিল কবি সুকিরথারানি (Tamil poet Sukirtharani)। একটি ইংরেজি সংবাদপত্র পুরস্কারপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে। আদানি গোষ্ঠীর তরফে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান স্পনসর করা হয়। শেষ মুহূর্তে তা জানতে পেরে পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত সুকিরখারানি। পুরস্কার গ্রহণ না করার কথা আয়োজকদের জানিয়েও দেন তিনি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন কৃতী মহিলাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সেই তালিকায় নাম ছিল সুকিরথারানিরও (Sukirtharani)। প্রথমে পুরস্কার নেওয়ার কথা আয়োজকদের জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে আদানি গোষ্ঠীর নাম সামনে আসতেই, পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি যে মতাদর্শ বিশ্বাস করি এবং জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তারই বিরুদ্ধাচারণ করা হবে। গত ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের একটি হোটেলে প্রাপকদের এই পুরস্কারও দেওয়া হয়। এই পুরস্কারের জন্য সুকিরখারানিকে মনোনীত করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। 

আরও পড়ুন:WB State Budget 2023: পঞ্চায়েত ভোটের আগে ‘মমতাময়ী’ বাজেটের আশায় রাজ্যবাসী

তিনি আরও জানান, দেবী নামের (Devi Award) এই পুরস্কারটি যে আদানি গোষ্ঠী স্পনসর করছে প্রথমে তিনি জানতেন না। পরে জানার পরই তিনি পুরস্কার নিতে আপত্তি জানান। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন। সেখানে তাঁর পুরস্কার না নেওয়ার কারণ জানিয়ে দেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39