মুম্বই : ১২ মে বড়পর্দায় মুক্তির অপেক্ষায় নতুন হিন্দি ছবি ছত্রপতি(Chatrapathi)।প্রকাশ্যে এল ছবির অ্যাকশন প্যাকড ধুন্ধুমার ট্রেলার।ছবিতে ছত্রপতির চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করছেন তেলুগু তারকা বেল্লামকোন্ডা শ্রীনিবাস(Bellamkonda Sreenivas)।ছবিতে নায়িকার চরিত্রে নজর কাড়বেন নুসরত ভারুচা(Nusrat Bharucha)।রয়েছেন শরদ কেলকর,রাজেশ শর্মা(Sharad Kelkar,Rajesh Sharma) ছাড়াও আরও অনেক বলিউড তারকা।প্রভাস(Prabhas) অভিনীত এস এস রাজামৌলির(S S Rajamouli) ছবি ছত্রপতি-র হিন্দি রিমেক তৈরি করেছেন পরিচালক বি বি বিনায়ক(B B Vinayak)।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি ছত্রপতি।যে অ্যাকশন ড্রামা ফিল্মে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল প্রভাস ও শ্রিয়া সারণকে।ছবির গল্প লিখেছিলেন বাহুবলী এবং ট্রিপল আর-এর মতো ছবির কাহিনিকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।দীর্ঘ ১৮ বছর পর বলিউডে নির্মিত হয়েছে ছত্রপতি-র হিন্দি রিমেক।যদিও ছবির নাম অপরিবর্তিত রেখেছেন নির্মাতারা।ছবিতে ছত্রপতির ভূমিকায় অভিনয় করেছেন তেলুগু অভিনেতা বেল্লামকোন্ডা শ্রীনিবাস।এর আগে বেশ কিছু সুপারহিট তেলুগু ফিল্মে অভিনয় করেছেন তিনি।প্রথম ছবির জন্য ফিল্মফেয়ার সেরা দক্ষিণী ডেবিউ অভিনেতার পুরস্কারও পেয়েছেন বেল্লামকোন্ডা।এবার ছত্রপতির হিন্দি রিমেকে অভিনয় করে হিন্দি ছবিতে ডেবিউ করছেন তেলুগু তারকা।তাঁর বিপরীতে অভিনয় করেছেন নুসরত ভারুচা।২০২১ সালে করোনাকালের পরে ছবির শ্যুটিং শুরু করেন পরিচালক বি বি বিনায়ক।অবশেষে ১২মে সিনেমাহলে মুক্তি পাচ্ছে ছত্রপতি।
Chatrapathi | Bellamkonda Sreenivas | Nusrat Bharucha | বড়পর্দায় নতুন ‘ছত্রপতি’
Follow Us :