কলকাতা: বাংলার প্রত্যন্ত জেলা থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্যে আইএফএ এর সঙ্গে জড়িত হয়েছিল বাংলা নাটক ডট কম। ইউ এক্সেল স্পোর্টস ভেনচারের সহযোগিতায় একটি মডেলে তৈরি করা হল। এই মডেলের মাধ্যমে বাংলার ফুটবলারদের অনুশীলনের জন্য পাঠানো হবে বিদেশের মাটিতে। ইতিমধ্যে বাংলার বেশ কয়েকটি জেলা থেকে ছয় তরুণ প্রতিভাকে তুলে আনার কাজ হয়ে গিয়েছে।
পুরুলিয়া এবং নদিয়া থেকে দুই জন, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি থেকে এক জন করে তরুণ তুর্কিকে বেছে নেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্পেনের মত্রিল ক্লাবের অ্যাকাডেমিতে ট্রেনিং-এর জন্য পাড়ি দেবেন তাঁরা। এরা হলেন,
মহেশ্বর সিং সরদার(স্ট্রাইকার, পুরুলিয়া)
দেবজিত রাউত( গোলকিপার,নদিয়া)
অনিকেত মণ্ডল(উত্তর চব্বিশ পরগনা, উইঙ্গার)
বিশাল সূত্রধর (নদীয়া, মিড ফিল্ডার)
প্রেমাংশু ঠাকুর (নদীয়া, ডিফেন্ডার)
আরও পড়ুন: Karnataka Vote Results 2023 | জোট সরকার হলেও কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করতে নারাজ কং-বিজেপি
মন্ট্রিল অ্যাকাডেমির প্রশিক্ষক ফেরেন্দ তোরেসের পাশাপাশি বাংলার প্রথম প্রো লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক শংকর লাল চক্রবর্তিও ছিলেন এই বাছাইয়ের দায়িত্বে।
শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে এ বিষয় বিস্তারিত জানালেন, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহসভাপতি স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শেখ নজরুল ইসলাম। বাংলা নাটক ডট কমের কর্ণধার অমিতাভ ভ্ট্টাচার্য ও ইউ এক্সেল স্পোর্টস ভেঞ্চারের সঞ্জিত সেনও উপস্থিত ছিলেন সাংবাদিত সম্মেলনে।