Wednesday, July 2, 2025
HomeবিনোদনRay Stevenson Died | RRR | প্রয়াত হলিউড অভিনেতা রে স্টিভেনসন, রাজামৌলির...

Ray Stevenson Died | RRR | প্রয়াত হলিউড অভিনেতা রে স্টিভেনসন, রাজামৌলির শোকবার্তা

Follow Us :

 আমেরিকা: এই মুহূর্তে ‘জি ২০’ সামিট চলছে ভারতের ভূস্বর্গে। তারই এক বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রথম অস্কারজয়ী ‘গান নাটু নাটু’র তালে বিদেশী অতিথিদের সাথে পা মেলালেন ‘আরআরআর’ তারকা রাম চরণ। ‘জি২০’ সম্মেলনে আর্থিক বৃদ্ধি এবং সংস্কৃতি রক্ষায় চলচ্চিত্র পর্যটনের ভূমিকা সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত এই ছবির অন্যতম হলিউড অভিনেতা রে স্টিভেনসন প্রয়াত হয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে এস এস 
রাজামৌলি পরিচালিত এই দক্ষিণী ছবি। এই ছবির হাত ধরেই ভারতে এসেছে অস্কার। প্রয়াত স্টিফেনসনকে দেখা গেছে ‘আরআরআর’ ছবিতে খলনায়কের চরিত্রে। স্টিফেনসনের বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।
১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের রিজওয়ানে জন্মগ্রহণ করেন তিনি। ব্রিটিশ টেলিভিশনের কাজ করার পর ১৯৯৮ সালে তিনি ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ এর মাধ্যমে হলিউডের আত্মপ্রকাশ করেন।
‘আরআরআর’ ছবিতে যিনি ব্রিটিশ গভর্নরের ভুমিকায় অভিনয় করেছিলেন। গল্পে তিনিই ছিলেন মূল ভিলেন। যাঁর একটি সিদ্ধান্তে পাল্টে গিয়েছিল গোটা এক গ্রামের চেনা ছবি। ব্রিটিশের বিরুদ্ধে নিজ নিজ পথে লড়াই করতে নেমেছিলেন, পর্দায় রাম চরণ ও জুনিয়ার এন্টিআর। ছবিতে অনবদ্য অভিনয় করে সকলের রক্ত গরম করে দিয়েছিলেন রয় স্টিভেনসন।পরিচালক রাজামৌলি টুইটারে লিখেছেন,’মর্মান্তিক… এই খবর বিশ্বাস করতে পারছি না। রে অনেক প্রাণশক্তি নিয়ে এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে সেটে আসতেন। ওর সঙ্গে কাজ করা মানে এক নির্মল আনন্দ। তার আত্মার শান্তি কামনা করি।’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39