Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBarrackpore Incident | সোনার দোকানে হামলার ঘটনায় তান্ডব-মিছিল স্বর্ণ ব্যবসায়ীদের

Barrackpore Incident | সোনার দোকানে হামলার ঘটনায় তান্ডব-মিছিল স্বর্ণ ব্যবসায়ীদের

Follow Us :

ব্যারাকপুর: ব্যারাকপুরে স্বর্ণব্যবসায়ী শুটউটের ঘটনার ১৭ ঘন্টা পরেও অধরা দুষ্কৃতরা। সোনার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে মারার ঘটনার জেরে টিটাগড় ব্যারাকপুর অঞ্চল জুড়ে আগামী শনিবার বন্ধের ডাক দিয়েছে বঙ্গীয় শিল্পী সমিতির স্বর্ণ ব্যবসায়ীরা। এছাড়া গতকালের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন স্বর্ণব্যবসায়ীরা। ভর সন্ধ্যায় প্রকাশ্যে কী করে গুলি চালানো হল, সেই নিয়েই নিরাপত্তা হীনতায় ভুগছেন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার দাবিতে এবং দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে এলাকায় মিছিল করেন। সেই মিছিলে শামিল হয়েছিলেন অনেক সাধারণ মানুষও। ঘটনার CCTV ফুটেজে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। সেখানেই উঠে এসেছে ৪ দুস্কৃতির ডাকাতির ছবি। সেটার সাহায্যেই একেবারে কমর বেঁধে তদন্তে নেমে পড়েছেন টিটাগড় থানার পুলিশ। 

এদিকে আবার নীলাদ্রির বাবা অর্জুন সিংহের কাছে অভিযোগ করে বলেন, বাড়িওয়ালার সঙ্গে দোকান নিয়ে প্রায় রোজ ঝামেলা হচ্ছিল। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। বাড়িওয়ালা বাচ্চু ঘোষকে গ্রেফতার করা হোক। এরপর তিনি বলেন জানি না কী হল, আমার ছেলেকেই মেরে দিয়ে চলে গেল। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে অর্জুন বলেন, পরিকল্পনা করেই মারতে এসেছিল। 

গতকাল ভরসন্ধায় ব্যারাকপুরের গুলিবিদ্ধ হন এক স্বর্ণ ব্যবসায়ী। ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ যায় সোনার দোকানের ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রের খবর মালিক সহ আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

আরও পড়ুন: Basirhat BJP | ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের অভিজাত আনন্দপুরী সেন্ট্রাল রোড(Anandapuri Central Road) এলাকায় একটি সোনার দোকানে বুধবার সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায় এক দল ডাকাত। পুলিশ সূত্রে খবর, তিন থেকে চার জন দুষ্কৃতী ওই ডাকাত দলে ছিলেন। তাঁরা দোকান থেকে সোনার গয়না লুঠ করার চেষ্টা করে। বাধা পেয়ে গুলি ছোঁড়ে। গুলি লেগেছে তিন জনের দেহে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংহের। এক নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লাগে। আক্রমণের পর দুষ্কৃতীরা মোটরসাইকেলে চেপে পালিয়ে গিয়েছে বলে পুলিশের অনুমান। ঘটনার পর ব্যারাকপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং (Naka Checking)।

এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্য জুড়ে বোমা বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা হচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে আফগানিস্তান বানিয়ে দিতে চাইছে ইচ্ছাকৃতভাবে। যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
10:31
Video thumbnail
Lok Sabha election 2024 | রাত পোহালেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন, শেষ মুহুর্তের প্রস্তুতি DCRCতে
06:51
Video thumbnail
Arjun Singh | 'অভিরূপ অর্জুনের দ্বিতীয় পক্ষের ছেলে', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
01:14
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
03:37
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, ঘোলা থানায় অভিযোগ দায়ের
01:59
Video thumbnail
Cpim News | সীমান্তে BSF- এর হাতে বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার সিপিএম নেতা
03:24
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
02:16
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | BJP-TMC একে অপরের পরিপূরক, বাংলার ভোটকে বিভাজিত করতে চায়: অধীর
04:58