Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIPL 2023 | বিরাটকে ট্রোল! নবীনকে ‘উচিত শিক্ষা’ দিলেন মুম্বইয়ের তিন

IPL 2023 | বিরাটকে ট্রোল! নবীনকে ‘উচিত শিক্ষা’ দিলেন মুম্বইয়ের তিন

Follow Us :

চেন্নাই: বিরাট-নবীনের বচসা এবারের আইপিএলে সবচেয়ে চর্চার বিষয়। শুধু ২২ গজে নয় তাঁদের গন্ডগোলের আঁচ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী আইপিএলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এই ফাইট। নবীন উল হক যে স্টেডিয়ামেই খেলতে যাচ্ছেন, দর্শক মহল থেকে শোনা যাচ্ছে ‘বিরাট বিরাট’ বা ‘কোহলি কোহলি’ গর্জন। এবার আফগান পেসারকে তাঁর নিজের ভাষাতেই উত্তর দিলেন মুম্বইয়ে তরুণ তুর্কিরা। যা দেখার পর থেকেই নেটিজেনরা বলতে শুরু করেছেন, কোহলির অপমানের জবাব দিয়েছে রোহিত শর্মার দল।

বুধবার আইপিএলের লিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো বল করেও হারতে হয়েছ নবীনের দলকে। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন আফগান পেসার। তবুও লাভ হয়নি, শেষে হারতে হয় ম্যাচটি। এই ম্যাচেও নিজের আচরণের জন্যই বিতর্কের মুখে পড়েন নবীন। ভারত তথা মুম্বই অধিনায়কের উইকেট নেওয়ার পরই আফগান পেসারকে দেখা যায় দু’কানে আঙুল গুঁজে দাঁড়িয়ে সেলিব্রেশন করতে। এই ধরনের আচরণ পছন্দ হয়নি সুনীল গাভাসকরের মতো কিংবদন্তীরও। গাভাসকর মন্তব্য,  এর কোনও অর্থ হয় না, অহেতুক বিতর্ক ডেকে আনা হল।

আরও পড়ুন: Falta TMC-BJP Clash | নেতৃত্বের সঙ্গে ছবি তুলে পোস্ট, বেধড়ক মার বিজেপি কর্মীকে   

তবে এত কিছু করেও ম্যাচটি হারতে হয় আফগান পেসারকে। এরপরই ১৮০ ডিগ্রি ঘুরে যায় ম্যাচের পরিস্থিতি। আফগান পেসারকে পাল্টা দিতে ছাড়লেন না মুম্বইয়ের তরুণ তারকারা। এলিমেনেটরে লখনউকে হারিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। জয়ের পর সন্দীপ ওয়ারিয়র ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে মুম্বইয়ের আরও দুই সতীর্থ কুমার কার্তিকেয় এবং বিষ্ণু বিনোদের সঙ্গে একটি খাবার টেবিলে বসে রয়েছেন সন্দীপ এবং টেবিলে রাখা রয়েছে তিনটি আম। আর বিখ্যাত তিন বাদরের ভঙ্গিতে পোজ দিয়ে বসে রয়েছেন তাঁরা। সঙ্গে ক্যাপশানে লেখা ‘মিষ্টি আমের মরসুম’।

আইপিএলের এক ম্যাচে কোহলি নেমেই আউট হয়ে যাওয়ার পর ইন্টাগ্রামে স্টোরি দিয়ে নবীন লিখেছিলেন ‘সুইট ম্যাঙ্গোস’। তারই পাল্টা দিলেন মুম্বইয়ের তরুণ তারকারা এমনই মনে করছেন নেটিজেনদের একাংশ।

RELATED ARTICLES

Most Popular