দমদম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বিমান। ঘটনায় আহত আটজন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর বাকি ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। মুম্বই থেকে কলকাতা আসছিল বিমানটি। সন্ধে ৫টা ৩০মিনিটে বিমানটির নামার কথা। বিমানবন্দর সূত্রে খবর, নামার আগেই ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে বিমানটি। এরফলে প্রবল ঝাঁকুনিতে ভিতরে থাকা যাত্রীদের মধ্যে ৮জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৩ জনের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে অনিতা আগরওয়াল নামে এক গুরুতর আহতকে বেলভিউ নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গড়িয়ার বাসিন্দা বাবা ও ছেলে, তিমিরবরণ দাস ও শুভ দাসের আঘাতও বেশ গুরুতর। মাথায়, কোমরে ও ঘাড়ে চোট পেয়েছেন বাবা তিমিরবরণ দাস। পুত্র শুভ দাসও ঘাড়ে চোট পেয়েছেন। নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
Html code here! Replace this with any non empty text and that's it.