Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাসব হস্টেল থেকে বহিরাগত সরাতে উদ্যোগী শিক্ষা প্রতিষ্ঠান 

সব হস্টেল থেকে বহিরাগত সরাতে উদ্যোগী শিক্ষা প্রতিষ্ঠান 

Follow Us :

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যা গিংয়ের ঘটনা থেকে এবার শিক্ষা নিচ্ছে কলকাতার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এছাড়াও সতর্ক হচ্ছে মেডিক্যাল কলেজগুলি (Calcutta Medical college)। হস্টেল থেকে বহিরাগতদের সরাতে বুধবারই বর্ধমান বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করেছে। এবার এই কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ। হস্টেলে কারা থাকছেন, প্রাক্তনীরা থাকছেন কি না, থাকলেও কী প্রয়োজনে? সবটাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।   

বৃহস্পতিবার র‍্যাগিং বিরোধী মিছিল করেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। তাতে শামিল হন শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। এর পরেই একাধিক কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে মোট আটটি হস্টেল রয়েছে।  

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা 

মেডিক্যাল কলেজ সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য দু’টি আলাদা হস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। একটি গার্লস হস্টেল এবং অপরটি বয়েজ হস্টেল। গিরিবাবু লেনের বয়েজ হস্টেলে রাখা  হবে প্রথম বর্ষের পড়ুয়াদের। বৃহস্পতিবার  কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেল পরিদর্শনে গিয়েছিলেন উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী ও ডিন অফ স্টুডেন্টস মানব নন্দী।

পাশাপাশি জানা গিয়েছে, হস্টেলে সিসিটিভিও বসানো হবে। এদিন উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী জানিয়েছেন, যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য যা যা করা দরকার সবটাই করা হবে। তিনি জানিয়েছেন, কলেজে র্যািগিং বিরোধী কমিটি আছে। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড আছে। সেখানে বিভিন্ন ফ্যাকাল্টিরাও রয়েছেন। আছেন হস্টেল সুপারও। সকলেই পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন।  

RELATED ARTICLES

Most Popular