Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকপুরুষরা মুখ দেখে ফেললেই নারীদের মূল্য নষ্ট! ‘উদ্ভট’ মন্তব্য তালিবান মুখপাত্রের   

পুরুষরা মুখ দেখে ফেললেই নারীদের মূল্য নষ্ট! ‘উদ্ভট’ মন্তব্য তালিবান মুখপাত্রের   

Follow Us :

কাবুল: ক্ষমতা দখলের আগে নারী স্বাধীনতা, নারী শিক্ষা নিয়ে বড় বড় কথা বলেছিল তালিবান (Taliban)। অচিরেই বোঝা যায় সে সব মিথ্যে প্রতিশ্রুতি। নারী স্বাধীনতা খর্ব করতে একের পর এক ফতোয়া দিয়েছে তালিবান সরকার। এবার সেই সরকারের এক মুখপাত্র ‘উদ্ভট’ মন্তব্য করলেন। তাঁর দাবি, পুরুষরা নারীদের উন্মুক্ত মুখমণ্ডল দেখে ফেললে নাকি সেই নারীদের মর্যাদা হানি হয়, তাঁদের মূল্য নষ্ট হয়। দেশের ধর্মীয় বিদ্বানরাও নাকি মেয়েদের মুখ ঢেকে রাখার পক্ষেই সায় দেন। 

২০২১ সালের অগাস্ট মাসে আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতায় আসে তালিবান। তার পরেই তারা দাবি করে, দেশের মেয়েরা নাকি সঠিকভাবে হিজাব পরছে না। এর জন্য পার্ক, অফিস, বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক প্লেসে তাদের নিষিদ্ধ করা হয়। আফগানিস্তানের পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রকের (Vice and Virtue Ministry) মুখপাত্র মৌলভি মহম্মদ সাদিক আকিফ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার বলেন, যদি প্রকাশ্যে মেয়েদের মুখ দেখা যায় তাহলে ‘ফিতনা’ অর্থাৎ পাপে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে। 

আরও পড়ুন: কাশ্মীরি জঙ্গি ইয়াসিন মালিকের স্ত্রী পাক তদারকি সরকারে

মুখপাত্রের কথায়, “কিছু কিছু বড় শহরে মেয়েদের হিজাব ছাড়া দেখে খুবই খারাপ লাগে। আমাদের পণ্ডিতরাও মনে করেন, মেয়েদের মুখ ঢেকে রাখা উচিত। এমন নয় যে তাতে মুখে কোনও ক্ষতি হবে বা কেউ আঘাত করবে। একজন নারীর নিজস্ব মূল্য আছে এবং সেই মূল্য কমে যায় যদি কোনও পুরুষ তার মুখের দিকে তাকায়। আল্লা হিজাব পরা মেয়েদের সম্মান করেন।”

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) ইসলামিক স্টাডিজের লেকচারার ডঃ টিম উইন্টার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ইসলামে কোথায় মেয়েদের মুখ আবৃত করে রাখার ফতোয়া লেখা নেই, তালিবরা এমন কোনও ইসলামিক পুঁথি দেখাতে পারবে না। উইন্টার আরও জানান, গ্রামীণ মাদ্রাসা, ধর্মীয় স্কুলগুলিতে যেসব বইপত্র পড়ানো হয় সেখান তা থেকেই এসব বলছে তালিবান। ইসলাম নিয়ে যাঁরা সত্যিই পড়াশোনা করেছেন তাঁরা আফগানিস্তানে ধর্মীয় বিশ্বাসের নমুনা দেখে বিব্রত হয়েছেন। আফগানিস্তানের মানুষ পৃথিবীর ব্যাপকতর মুসলিম সম্প্রদায়ের থেকে একেবারেই বিচ্ছিন্ন।  

RELATED ARTICLES

Most Popular