skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeখেলাবিশ্বকাপে ভারতের ৪ এবং ৫ নম্বর ব্যাটার নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

বিশ্বকাপে ভারতের ৪ এবং ৫ নম্বর ব্যাটার নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

Follow Us :

বেঙ্গালুরু: বিশ্বকাপের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও ভারতের চার নম্বর এবং পাঁচ নম্বর পজিশনে কে ব্যাট করবেন সেটা এখনও ঠিক হয়নি। এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেন, ‘যদি ১৯ মাস আগে আমায় প্রশ্ন করতেন তাহলে তিনটি নাম বলে দিতে পারতাম। এরা হলেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনজনই কঠিন চোটের মধ্য দিয়ে গেলেন। তাই অন্য ক্রিকেটারদের খেলাতে বাধ্য হয়েছি। তবে আমাদের মাথায় তিনজনই ছিল। ওরাই আছে।’

উল্লেখ্য, ৩০ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ। আগামী ২ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কিন্তু তার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। যেটা জল্পনা ছিল সেটাই সত্যি হল। ভারতের প্রথম দুটি ম্যাচে খেলতে পারছেন না কেএল রাহুল। মঙ্গলবার এই বিষয়ে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানান, প্রথম দুটি ম্যাচে ভারতের জার্সি গায়ে গলিয়ে মাঠে নামতে পারছেন না কর্নাটকের এই ব্যাটার। এরকম একটা আশঙ্কা ছিল বলেই এশিয়া কাপের দল নির্বাচনে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রেয়স আইয়ার ফিট এন্ড ফাইন বলে জানিয়েছেন ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়।

তবে এশিয়া কাপের দুটি ম্যাচের পর কবে থেকে কেএল রাহুল দলে ঢুকবেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। যদিও বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, কেএল দ্রুত উন্নতি করছে। তবে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন তিনি। রাহুল দ্রাবিড় বলেন, ‘কেএল রাহুল ভালো ব্যাটিং করছে এবং উইকেট-কিপিংও করছে। তবে এত দ্রুত আমরা ঝুঁকি নিতে চাইছি না। একটু সময় নিচ্ছি।’

সূত্রের খবর, ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই ঘোষণা হয়ে যেতে পারে ভারতের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড।

RELATED ARTICLES

Most Popular