skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরস্কুলের সিলিং ফ্যান ভেঙে জখম দুই পড়ুয়া

স্কুলের সিলিং ফ্যান ভেঙে জখম দুই পড়ুয়া

Follow Us :

হাওড়া: স্কুলে (School) ক্লাস চলাকালীন ঘটল বিপত্তি। আচমকাই পড়ুয়াদের উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান (Ceiling Fan)। পাখার ব্লেডের আঘাতে গুরুতর জখম হয়েছে দুই ছাত্র (Student)। ঘটনাটি ঘটেছে শুক্রবার হাওড়ার (Howrah) জগৎবল্লভপুর কালীতলা বাজার এলাকার গোপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। আহত দুই শিশু ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। এক জনের মাথায় চোট লেগেছে। অন্য জন চোখে ও মাথায় চোট পেয়েছে। তাদের জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের অন্যান্য পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। যদিও সিলিং ফ্যান ভেঙে পড়ার কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক প্রবীর শেঠ। তাঁর দাবি, হুড়োহুড়ি করতে গিয়ে দুই ছাত্র জখম হয়েছে। তারা সুস্থই আছে। পাখা ভেঙে পড়ার কোনও ঘটনাই ঘটেনি। 

স্কুল সূত্রে জানা গিয়েছে, ক্লাস চলাকালীন আচমকাই প্রথম শ্রেণির ক্লাসঘরের সিলিং ফ্যানটি খুলে পড়ে বেঞ্চের উপর। আহত হয় দুই পড়ুয়া। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন অভিভাবকদের একাংশ। এক অভিভাবক বলেন, স্কুল থেকে ফোন করে ঘটনার কথা জানানো হয়। স্কুলে পৌঁছে দেখি, দুই ছাত্রের মাথায় জল দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই ঘটনার কথা যাতে জানাজানি না হয়, তার জন্য স্কুল কর্তৃপক্ষ চাপ দিয়েছে। পাশাপাশি চিকিৎসার খরচ দেওয়ার কথাও জানিয়েছে তারা। অভিভাবকদের অভিযোগ, স্কুলের রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না বলেই এই দুর্ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন:বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল

জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, ওই স্কুলে পাখা খুলে পড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউই গুরুতর জখম হয়নি। এক জনের আঘাত সামান্য। জেলার সমস্ত প্রাথমিক স্কুল যাতে ঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular