skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeপ্রযুক্তিএবার রং বদল পরিচিত সবুজ হোয়াটসঅ্যাপের

এবার রং বদল পরিচিত সবুজ হোয়াটসঅ্যাপের

এই পরিবর্তনে হোয়াটসঅ্যাপের ডিজাইনের পাশাপাশি রংও বদলে যাবে

Follow Us :

কলকাতা: সারা বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীর সংখ্যা কম নয়। মাঝে মধ্যেই নতুন নতুন আপডেট নিয়ে আসে এই ম্যাসেজিং অ্যাপ। কারণ, নতুন নতুন ফিচার যোগ হয় এই অ্যাপে। ফলে অ্যাপটি ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তার ইন্টারফেসের ডিজাইন পাল্টাতে চলেছে। এই পরিবর্তনে হোয়াটসঅ্যাপের ডিজাইনের পাশাপাশি রংও বদলে যাবে। এছাড়াও মেটা (Meta) হোয়াটসঅ্যাপের কিছু মেনুতেও পরিবর্তন করতে পারে।

হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের ইউআই-তে পরিবর্তন আনবে। হোয়াটসঅ্যাপের নিচে স্ট্যাটাস, চ্যাট এবং অন্যান্য ট্যাবের মতো নেভিগেশন বার রাখা হবে। অর্থাৎ এখন যেগুলো অ্যাপের উপরে রয়েছে। তা নিচে চলে আসবে। এছাড়াও, অ্যাপের উপরের অংশ থেকে সবুজ রঙ সরানো হবে। তারমানে বুঝতেই পারছেন, একেবারেই নতুন রূপ নেবে অ্যাপটি।

আরও পড়ুন: পুজোর পর এই স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ খুলবে না

তবে, সবুজ রঙটি পুরোপুরি পাল্টে যাবে না। আগের তুলনায় হালকা সবুজ হবে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড অ্যাপের নিচে লেখা হোয়াটসঅ্যাপ লেখাটি বদলে সবুজ হয়ে যাবে। মেসেজ অপশনটি ডানদিকে নিচের দিকে সরানো হবে। এছাড়াও, কিছু ফিল্টার অপশন অ্যাড করা হবে, যা উপরে দেখা যাবে। এই ফিল্টারগুলির মাধ্যমে আপনি সহজেই যে কোনও কারও মেসেজ খুঁজে পাবেন।

এছাড়াও, স্পেস ফিল্টারের অপশন থাকবে। সেই অপশনে ক্লিক করলেই অ্যাপটি সবুজ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের উপরে একটি প্রোফাইল আইকনও যুক্ত করা হয়েছে। উপরের দিকে সার্চ বার আইকনের পাশাপাশি একটি ক্যামেরা আইকনও থাকবে, যেমনটা আগে ছিল। অর্থাৎ এতে কোনও পরিবর্তন করা হবে না। হোয়াটসঅ্যাপের নতুন এই ডিজাইন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ 2.23.13.16-তে দেওয়া হয়েছে। নতুন ইউআই ফিচারটি আপাতত সেই ব্যবহারকারীরাই পাবেন। তবে খুব শীঘ্রই সবার জন্য আনা হবে।

দেখুন আরও অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular