Wednesday, July 2, 2025
Homeলাইফস্টাইলদুর্গা এখানে কালী রূপে পূজিত হয়, জানুন সেই কাহিনী

দুর্গা এখানে কালী রূপে পূজিত হয়, জানুন সেই কাহিনী

Follow Us :

হুগলি: প্রায় তিনশো বছর আগে রাজস্থান থেকে হুগলির (Hooghly) হরিপালে এসে বসবাস শুরু করেন সিংহ রায় পরিবার। বর্ধমান রাজার অধীনে জমিদারির দায়িত্ব পান হরিদয়াল সিংহ রায়, তিনিই প্রথম দুর্গা পুজোর (Durga Puja 2023) প্রচলন করেন। তবে, এখানকার দুর্গার রূপ কালী মূর্তি (Kali Idol)। কালী রূপী দুর্গা পুজোর কারণে সিংহ রায় পরিবারে হয় না মা কালীর আরাধনা।

ব্রাহ্মণ নয় ,নবমীতে কুমারী পূজা করেন সিংহ রায় বাড়ির মহিলা সদস্যরা। সিংহ রায় বাড়ির পূজার বিশেষত্ব হল কুমারী পূজা, নবমীর দিন যে কোনও ব্রাহ্মণ পরিবারের কন্যাকে কুমারী রূপে পুজো করা হয় তবে কুমারী পুজো করেন সিংহ রায় পরিবারের যে কোনও গৃহবধূ। পাঁচ মন চালের নৈবিদ্য দেওয়া হয় পুজোতে। তিনশো বছরের পুরানো এই রীতি মেনে কালী রূপী দুর্গা আজও পূজিত হন হরিপালের সিংহ রায় বাড়িতে।

আরও পড়ুন: নবমী তিথিকে কেন মহাপুজো বলা হয়, জানুন আসল কারণ

পুরনো রীতি মেনে সিংহ রায় বাড়িতে নির্ঘণ্টা মেনে বেলা ১২ টা নাগাদ শুরু হয় কুমারী পুজো। ইতিমধ্যেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেছেন সিংহ রায় বাড়িতে। এই পুজো ঘিরে গ্রামের মানুষের মধ্যে উন্মাদনা আলাদা করে চোখে পড়ার মতো।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39