skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeBig newsকাতারে মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয়র মুক্তিতে সব চেষ্টা করা হবে: জয়শঙ্কর

কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয়র মুক্তিতে সব চেষ্টা করা হবে: জয়শঙ্কর

পরিবারের সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী

Follow Us :

নয়াদিল্লি: কাতারে (Qatar) মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত (Sentenced to Death) ৮ ভারতীয়র মুক্তির জন্য সব ধরনের চেষ্টা করবে ভারত (India)। সোমবার চরবৃত্তির (Spying) অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ভারতীয়দের পরিবারের সঙ্গে দেখা করে একথা জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Foreign Minister S Jaishankar)। উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ৮ প্রাক্তন আধিকারিক কাতারে একটি বেসরকারি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। সেখানে চরবৃত্তির অভিযোগে সম্প্রতি তাঁদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। তারপর থেকে ওই ভারতীয়দের পরিবার তাঁদের মুক্তির দাবি তোলেন কেন্দ্রীয় সরকারের কাছে।

এদিন সকালে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে জয়শঙ্কর জানান, ভারত সরকার তাঁদের মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন ভারতীয় দূতরা। পরিবারবর্গের উদ্বেগ ও বেদনা আমি বুঝতে পারছি। তবে আমরাও চেষ্টা চালাচ্ছি তাঁদের মুক্তির বিষয়ে। এর জন্য পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলা হচ্ছে।

আরও পড়ুন: কালীপুজোয় বৃষ্টি! কোন কোন জেলায় কমবে তাপমাত্রার পারদ?

কাতারের ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেসে এঁরা কাজ করতেন। এই বেসরকারি কোম্পানি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য কাজ করে। ৮ জনের মধ্যে এমন একজন আছেন, যিনি ভারতীয় নৌবাহিনী বিভিন্ন রণতরীর কমান্ডিং অফিসার ছিলেন। এঁদের কয়েকজন সেদেশের অতি গোপনীয় প্রজেক্টের সঙ্গে ছিলেন। তার মধ্যে ইতালিয়ান প্রযুক্তি নির্ভর ডুবোজাহাজ নির্মাণের কাজও ছিল। কিন্তু তাঁদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাঁরা চরবৃত্তি করতেন। এর আগে কাতারের আদালতের রায়ের দিনই ভারত বলেছিল কেন্দ্র এই ঘটনায় মর্মাহত। এ নিয়ে কাতার সরকারের সঙ্গে কথা বলবে দিল্লি।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular