ওয়েব ডেস্ক: একদিন তিনি ছিলেন বিশ্ব ফুটবলের ‘গ্ল্যামার আইকন’। আকর্ষণীয় চুলের স্টাইল, মঞ্চ মাতানো ব্যক্তিত্ব আর নিখুঁত ফ্রি-কিকে যিনি দর্শকদের মোহিত করতেন, সেই ডেভিড বেকহ্যাম (David Beckham) এবার ব্রিটেনের (Britain) অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নাইটহুড’-এ (Knighthood) ভূষিত হলেন। ২০২৫ সালের নাইটহুড তালিকায় যুক্ত হল তাঁর নাম। আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দিলেন রাজা তৃতীয় চার্লস (King Chrles III)।
ব্রিটিশ ফুটবলের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় লিখে যাওয়া এই মিডফিল্ডার শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও নিজের প্রভাব বিস্তার করেছেন। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে ২০০৫ সাল থেকে দুঃস্থ শিশুদের কল্যাণে কাজ করছেন বেকহ্যাম। পাশাপাশি রাজা চার্লসের দাতব্য সংস্থার সঙ্গেও যুক্ত থেকে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর আগেই, ২০০৩ সালে তিনি ‘অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাবে সম্মানিত হয়েছিলেন।
আরও পড়ুন: ঘুচল ‘চোকার্স’ তকমা, নতুন চ্যাম্পিয়ন পেল টেস্ট ক্রিকেট
নাইটহুড সম্মান গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়ায় বেকহ্যাম বলেন, “আমি গর্বিত যে মাঠের বাইরেও ব্রিটেনকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সমাজের উন্নয়নে এবং নতুন প্রজন্মের পাশে দাঁড়াতে পেরে আমি কৃতজ্ঞ। এই সম্মান পেয়ে আমি সম্মানিত, এবং এই মুহূর্তটি পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আবেগে আপ্লুত।”
উল্লেখ্য, ২০১৩ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান বেকহ্যাম। কেরিয়ারে তিনি খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও প্যারিস সাঁ জাঁর মতো বিশ্বের প্রথম সারির ক্লাবে। ইংল্যান্ডের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১৭টি গোল। ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক—যে ক্লাবে বর্তমানে খেলছেন লিওনেল মেসি।
দেখুন আরও খবর: