কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। প্যাঁচপ্যাঁচে গরম থেকে রেহাই পেল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। সোমবার রাত থেকে ঢুকতে শুরু করেছে মৌসুমি বায়ু (Kolkata Weather Forecast)। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। দ্বারে টোকা দিচ্ছে বর্ষা। আগামী ২-৩ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকার পূর্বাভাস দিল হাওয়া অফিস। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
বাংলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Update in West Bengal)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ২২ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ২২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
আরও পড়ুন: সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলল এসএসসিতে আবেদনের লিঙ্ক
দক্ষিণবঙ্গে রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস ( South Bengal Rain Forecast)
রাজ্যজুড়ে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৯ জুন পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কত তাপমাত্রা? (Kolkata Weather Update)
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ।
দেখুন আরও খবর: