Wednesday, July 2, 2025
HomeScrollপাকিস্তানের হাসপাতালে ভর্তি ডন দাউদ ইব্রাহিম

পাকিস্তানের হাসপাতালে ভর্তি ডন দাউদ ইব্রাহিম

দাউদকে কি বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে? জেনে নিন

Follow Us :

করাচি: গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। পাকিস্তানের (Pakistan) করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুদিন ধরে হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। এই বিষয়ে খোঁজ নিচ্ছে মুম্বই পুলিশও। জানা গিয়েছে, কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে দাউদকে। কোনও রোগীকেও তাঁর ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। একাংশের মতে, খাদ্যে বিষক্রিয়া হয়েছে দাউদের। তবে এর কোনও নিশচয়তা পাওয়া যায়নি।

দীর্ঘ দিন ধরে করাচিতে থাকেন দাউদ। জানা গিয়েছিল, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আশির দশকে ভারত থেকে পালিয়ে যায় দাউদ।  ১৯৯৩ সালে মুম্বইয়ে যে ধারাবাহিক বিস্ফোরণ হয় তার মাস্টারমাইন্ড ছিলেন দাউদ। পাকিস্তান থেকে এই হামলা চালিয়েছিলেন তিনি। তালিবান, আল কায়েদার সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। নিষিদ্ধ মাদক পাচার চক্র চালান দাউদ। বিশ্বজুড়ে তাঁর নেটওয়ার্ক। মুম্বই পুলিশের একজন কনস্টেবলের পুত্র থেকে বিশ্বমানের জঙ্গি হয়ে ওঠেন দাউদ।

আরও পড়ুন: আমেরিকায় বাবা-মার সামনেই প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ চারবছরের শিশু

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39