skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeরাজ্যরাতারাতি হিরণের নামে দেওয়াল লিখন শুরু ঘাটালে
Hiran Chatterjee

রাতারাতি হিরণের নামে দেওয়াল লিখন শুরু ঘাটালে

প্রার্থী হিসেবে হিরণের নাম ঘোষণা হতেই ঘাটালে দেওয়াল লিখন শুরু

Follow Us :

ঘাটাল: শনিবার ২০২৪ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির ১৯৫ জনের প্রার্থী তালিকা (BJP Candidates List) প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা প্রকাশ্যে এসেছে। এই ২০টি আসনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Lok Sabha Constituency) প্রার্থী হিসাবে
অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের (Hiran Chatterjee) নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)

ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতেই শনিবার রাত থেকেই এই কেন্দ্রের অন্তর্ভুক্ত দাসপুর বিধানসভার (Daspur Assembly Constituency) খাঞ্জাপুরে হিরণের সমর্থনে দেওয়াল লেখার মাধ্যমে প্রচার শুরু করে দিল বিজেপির নেতা কর্মীরা। নাম ঘোষণার হতেই প্রার্থীর নাম দিয়ে দাসপুর বিধানসভায় জোরকদমে প্রচার শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:  রাজ্যে পৌঁছল আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক ও দাসপুর বিধানসভার কনভেনার প্রশান্ত বেরা জানিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে হিরন্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ায় বিজেপির নেতা কর্মীরাই নই ঘাটালবাসীও খুশি। আমরা আশাবাদী ঘাটাল লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ দু’হাত ভরে মোদিজীর মনোনীত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে সমর্থন করবেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular