Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রাইভেট টিউশন পড়াতে পারবেন না স্কুল শিক্ষকরা, চিঠি ডিআই অফিস থেকে
Purba Bardhaman DI

প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না স্কুল শিক্ষকরা, চিঠি ডিআই অফিস থেকে

পূর্ব বর্ধমান জেলা ডিআই থেকে ৯১ জনের নামে নোটিস জারি

Follow Us :

পূর্ব বর্ধমান: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকরা (School Teacher) প্রাইভেট টিউশন (Private Tution) পড়াতে পারবেন না। আগেই এই নিয়ম ছিল। কিন্তু তা সত্ত্বেও সেই নিয়মমের তোয়াক্কা না করে এক শ্রেণির শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছেন। এমনকি বহু শিক্ষক কোচিং সেন্টার খুলে বসে আছেন বলেও অভিযোগ। স্কুলে চাকরিরত শিক্ষকরা যে কোনওভাবে প্রাইভেট টিউশন করতে পারবেন না সে নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফের সে কথা আরও একবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কার্যত গত ২৩ এপ্রিল পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা ডিআই (DI) এর পক্ষ থেকে ৯১ জন শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি করা হয়েছে পূর্ব বর্ধমান ডিআই এর পক্ষ থেকে। এরপর হিয়ারিং হবে জেলা ডিআই অফিসে। কার্যত নোটিশ জারি হওয়ার পর থেকে যেসব শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি হয়েছে তাঁর রীতিমত ভীত হয়ে পড়েছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি অতনু নায়েক জানান, জেলা ড আই এর ভালো উদ্যোগ তবে কলকাতা হাই কোর্টের নির্দেশকে বেশ কিছু শিক্ষক শিক্ষিরা বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াচ্ছেন। কার্যত আগামীদিনে যাতে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিরা এই ধরনের কাজ না করে সেদিক লক্ষ্য করে পূর্ব বর্ধমান জেলা ডিআই এর এই উদ্যোগ।

আরও পড়ুন: বাংলায় জন্ম নিতে চলেছি বলে মালদহে আবেগে ভাসলেন মোদি

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular