কলকাতা: ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি (Lionel Messi)। বার্সেলোনা (FC Barcelona) ক্লাবের ইতিহাসে তো সন্দেহাতীতভাবে সর্বকালের সেরা। কেরিয়ারের ৯০ শতাংশ ক্যাম্প নিউতেই কাটিয়েছেন মেসি। নিজের ‘বাড়ি’ ছেড়ে বেরনোর সময় কেঁদেই ফেলেছিলেন। সেই থেকেই জল্পনা চলছে, অবসর বার্সায় ফিরেই নেবেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু না, মেসি জানিয়ে দিলেন, ইন্টার মায়ামিতে (Inter Miami) অবসর নেবেন তিনি।
২০২৩ সালে পিএসজি (PSG) থেকে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দেন মেসি। সে সময়েও তাঁর বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে তুমুল জল্পনা উঠেছিল। কারণ পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁকে দলে নিতে কাতালুনিয়ার ক্লাবকে কোনও ট্রান্সফার ফি দিতে হত না। শুধুমাত্র বেতন দিতে হত। বার্সা কোচ জাভিও (Xavi) মেসির অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু জল্পনা মাঠে মারা যায়, ডেভিড বেকহ্যামের (David Beckham) মায়ামিতে যোগ দেন মেসি।
আরও পড়ুন: ইউরো মাতাতে তৈরি, জোড়া গোলে বোঝালেন রোনাল্ডো
মেজর লিগ সকারের ক্লাবই কি তাঁর শেষ ঠিকানা, প্রশ্ন করা হয়েছিল মেসিকে। তিনি বলেন, “হ্যাঁ, তাই মনে হয়। এই মুহূর্তে আমার মনে হচ্ছে, এটাই আমার শেষ ক্লাব হতে চলেছে।” তাঁর মায়ামিতে যাওয়া অনেকের কাছে অদ্ভুত ঠেকেছিল। কিন্তু মেসি জানাচ্ছেন, ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।
মেসির কথায়, “বিশ্বকাপ জয় আমাকে অন্যভাবে দেখতে শিখিয়েছে। এ নিয়ে আমি ভাবি না, চেষ্টা করি উপভোগ করার। এই জন্যই আমি সবকিছুকে ভীষণভাবে উপভোগ করি, কারণ আমি জানি, আমার কাছে খুবই কম সময় রয়েছে। তাই আমি দারুণ সময় কাটাচ্ছি।” প্রসঙ্গত, ২১ জুন শুরু হতে চলা কোপা আমেরিকায় খেলবেন মেসি, আর্জেন্টিনার অধিনায়ক তিনিই। ৩৬ বছরের মহাতারকার দেশের জার্সিতে সম্ভবত এটাই শেষ টুর্নামেন্ট।
দেখুন অন্য খবর: