কলকাতা: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বুঝিয়ে দিলেন, ইউরো কাপের (UEFA Euro Cup) জন্য একেবারে তৈরি তিনি। কিলিয়ান এমবাপে, হ্যারি কেনদের সময়েও সোনার বুটের দাবিদার তিনি, পাঠিয়ে রাখলেন এই বার্তাও। ঠিক এক সপ্তাহ পর ইউরো কাপ অভিযান শুরু করবে পর্তুগাল (Portugal)। তার আগে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি দুর্দান্ত গোল করলেন পর্তুগিজ মহাতারকা। পর্তুগাল জিতল ৩-০ ফলে।
আরও পড়ুন: মোহনবাগানের নতুন হেড কোচ হোসে মোলিনা
বক্সের কোনা থেকে বাঁ পা দিয়ে যে গোলটা ডান পায়ের রোনাল্ডো করলেন, তা করলে যে কোনও বাঁ পায়ের খেলোয়াড় গর্বিত হতেন, এমনকী লিওনেল মেসিও (Lionel Messi)। তাঁর দ্বিতীয় গোলটিও বাঁ পায়ে, এটা বক্সের মধ্যে থেকে। খাঁটি স্ট্রাইকারের মতো সহ খেলোয়াড় দিয়োগো জটার নিচু ক্রসে বল জালে জড়ান রোনাল্ডো।
Stop that Cristiano Ronaldo. pic.twitter.com/hnlwDOjZv5
— Stop That Football (@stopthatfooty) June 12, 2024
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ (Roberto Martinez) নিশ্চয়ই অধিনায়কের পারফরম্যান্সে মনে মনে উৎফুল্ল। কাতার বিশ্বকাপে পূর্বতন কোচ ফার্নান্দো স্যান্টোস যে জটিলতায় জড়িয়েছিলেন, আশা করা যায় মার্তিনেজকে জড়াতে হবে না।
এ ম্যাচে আরও গোল করতে পারত পর্তুগাল। ম্যাচের শুরুতে রোনাল্ডোর ফ্রি-কিক মানব প্রাচীরের লেগে দিক পরিবর্তন করে পোস্টে লাগে। পর্তুগালের হয়ে প্রথম গোল করেন জোয়াও ফেলিক্স। ব্রুনো ফার্নান্ডেজ অনবদ্য পাসে তাঁকে বক্সের মধ্যে খুঁজে নেন। বাঁ পায়ের নিচু শটে ১-০ করেন ফেলিক্স।
দেখুন অন্য খবর: