নদীয়া: হনুমানের (Monkey) আক্রমণে একের পর এক আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। এই ঘটনা চাউর হতেই শশুরবাড়ি ষষ্ঠীতে আসতে ভয় পাচ্ছেন জামাইরা। তেহট্টের (Tehatta) বেতাই দক্ষিণ জিতপুর এলাকার ঘটনা। স্থানীয়দের কথায়, কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি হনুমান। অতর্কিত হামলা চালাচ্ছে মানুষের উপর। এখনও পর্যন্ত প্রায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিলে গুরুতর আহত হয় সুকদেব সরকার নামে এলাকার এক যুবক। কোনওক্রমে প্রাণে বাঁচলেও ভেঙেছে হাত, গুরুতর আঘাত লেগেছে চোখেও। এছাড়াও এলাকার অসংখ্য মহিলাকে কামড়ে মাংস তুলে নিয়েছে। হনুমানের আক্রমণ থেকে বাদ পড়ছে না এলাকার কচিকাঁচারাও।
রাস্তা দিয়ে সাইকেল ও বাইক নিয়ে গেলেও তাদের ওপর চড়াও হচ্ছে হনুমান, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বাধ্য হয়ে লাঠি হাতে এলাকায় পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পালাবদল করে চলছে পাহারা। এমনকি সেই প্রভাব পড়েছে জামাইষষ্ঠীতে। এলাকায় হনুমান আক্রমণের খবর ছড়িয়ে পড়তে ষষ্ঠীতে এলাকায় আসতে ভয় পাচ্ছেন জামাইরা। স্থানীয়রা জানান আক্রমণে এলাকায় আসতে ভয় পাচ্ছেন মানুষজন। দ্রুত প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করুক দাবী স্থানীয়দের।
আরও পড়ুন: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বৃষ্টি কবে?
তবে এই বিষয়ে বনদফতরে কোনও অভিযোগ জানানো হয়নি বলে জানান বনদফতরের আধিকারিক সুধীন দাস। তাঁর কথায়, কলকাতা টিভির মাধ্যমে খবর পেয়ে এলাকায় খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
আরও খবর দেখুন