Friday, August 1, 2025
HomeScrollতিনদিন পার স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে অন্ড় জুনিয়র ডাক্তাররা
Doctors Protest For RG Kar

তিনদিন পার স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে অন্ড় জুনিয়র ডাক্তাররা

জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সিনিয়ররা,ওপিডি বন্ধের হুঁশিয়ারি

Follow Us :

কলকাতা: ৪১ ঘণ্টা পরা খোলা আকাশের নীচে অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তিনদিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে চিকিৎসকরা। বুধবার সন্ধ্যায় দাবি জানিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে সেই শর্ত মানা হয়নি। তাদের দাবি যতক্ষণ না দাবি মানা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে। কর্মবিরতির প্রত্যাহার করবেন না। সময় যত এগোচ্ছে তাদের আন্দোলন আরও জোড়াল হচ্ছে। এই অবস্থায় জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সিনিয়ররা। তাঁদের বক্তব্য, কাউকে সাসপেন্ড করা হলে ওপিডি ওয়ার্ক তুলে নেওয়া হবে।

আরও পড়ুন: সাতসকালে ব্যবসায়ীকের লক্ষ্য করে গুলি

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টের পর ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। বুধবারের পর বৃহস্পতিবার এখনও স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার কখনও নবান্ন থেকে ইমেল এসেছে, বৈঠকের আহ্বান জানিয়ে। কখনও শর্ত জানিয়ে পাল্টা মেল করেছেন চিকিৎসকরা। কিন্তু বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনও বার হয়নি।যদিও দুই পক্ষের দাবি আলোচনার দরজা খোলা রয়েছে। কিন্তু, এখনও জট কাটেনি। বৃহস্পতিবার রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনার পথ খোলে কি না, সে দিকে নজর সকলের।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39