বসিরহাট: বৃহস্পতিবার সাত সকালে ব্যবসায়ীকের লক্ষ্য করে গুলি (Shoot Out Basirhat)। গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায়। একটি মোটর বাইকে করে এসে পিছন থেকে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। কোন পুরানো শত্রুতা নাকি ব্যবসায়ী লেনদেনের জেরে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সাতসকালেই সন্দীপ ও ঘনিষ্ঠদের বাড়ি-অফিসে ইডির হানা
ব্যবসায়ী শাহজাহান শেখ বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায় আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিল সেই সময় পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে, গুলি লাগে তার পেটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি ⁹করানো হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।
অন্য খবর দেখুন