নয়াদিল্লি: উড়ান বিভ্রাট! যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৮০ ঘণ্টারও বেশি সময় ধরে ফুকেটে আটকে নয়াদিল্লিগামী একশোরও বেশি যাত্রী। ঘটনায় অসন্তোষ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
জানা গেছে, উড়ানটি ওড়ার সঠিক সময় ছিল ১৬ নভেম্বর রাতে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের পরিবর্তে উড়ানটি ৬ ঘণ্টা দেরিতে ছাড়ে। প্রথমে যাত্রীদের বিমানে উঠতে বলা হয়, তার পর নেমে যেতে বলা হয়। পরে উড়ানটি বাতিল করা হয়েছে বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন:মণিপুরের পরিস্থিতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
পরে যাত্রীদের জন্য একটি বিকল্প উড়ানের ব্যবস্থা করে দেওয়া হয়। ওড়ার আড়াই ঘণ্টা পর ফের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, বিমানটি জরুরি অবতরণ করানো হয় ফুকেটে। ৮০ ঘণ্টা পার, এখনও যাত্রীরা ফুকেটে আটকে রয়েছেন।
বিমানে এক যাত্রী ফেসবুকে লিখেছেন, নভেম্বরের জন্য ফুকেট-দিল্লি ফ্লাইট বাতিল। এখনও এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কোনও আপডেট নেই। ভারতীয় দূতাবাস থেকে কোনও সহায়তা নেই। খুব আশাহত লাগছে। অপর এক যাত্রী লিখেছেন, এয়ার ইন্ডিয়ার ব্যর্থতার জন্য প্রায় ১০০’র বেশি যাত্রী ফুকেটে আটকে রয়েছেন।
এখানে শিশুরাও আছে, মানুষ তাঁদের গুরুত্বপূর্ণ অ্যাপয়েমেন্টগুলি মিস করল। এআই ৩৭৭ উড়ানের সিডিউল ছিল ১৬ নভেম্বর, সেটি প্রথমে ছাড়তে দেরি করে, পরে বাতিল করা হয়।
দেখুন অন্য খবর: