Tuesday, October 7, 2025
spot_img
Homeপুলিশকে বেলাগাম আক্রমণ, সাসপেন্ড বীরভূমের ছাত্র পরিষদের সভাপতি

পুলিশকে বেলাগাম আক্রমণ, সাসপেন্ড বীরভূমের ছাত্র পরিষদের সভাপতি

ওয়েব ডেস্ক: ফের পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ শাসক দলের। অভিযোগ উঠেছণ, এবার তৃণমূলের (TMCP) নিশানায় বোলপুরের আইসি। কাঠগড়ায় টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ। বিতর্কের জেরে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে !

আরও পড়ুন: অমিত শাহের বক্তব্য়ের কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

মূলত, তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক তুঙ্গে। ভিডিও-তে দেখা গিয়েছে, বোলপুরের আইসিকে বেলাগাম আক্রমণ করছেন বীরভূম জেলা তৃণমূল নেতা বিক্রমজিৎ সাউ।

অভিযুক্ত ওই নেতার দাবি, ‘এই লিটন হালদার অনুব্রত নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকি, আমাকে শাস্তি দিও, পারলে আমার নামে কেস করো। সিআইডির গ্যারাজ পোস্টিংয়ে ছিলে। তোমাকে দয়া করে দল, সরকার আজকে এই জায়গায় দিয়েছে।’

দেখুন আরও খবর:

Read More

Latest News