Sunday, October 5, 2025
spot_img
Homeবিজেপির ব্যাংকে টাকার পরিমাণ অন্য জাতীয় দলের মোট জমার ১১ গুণ, কমিশনে...

বিজেপির ব্যাংকে টাকার পরিমাণ অন্য জাতীয় দলের মোট জমার ১১ গুণ, কমিশনে হিসেব পেশ

ওয়েবডেস্ক- নির্বাচন কমিশনকে (Election Commission) ব্যাংকে (Bank) গচ্ছিত টাকার হিসাব দিল রাজনৈতিক দলগুলি (Political Parties)। সেখানে দেখা গেছে, বিজেপির (Bjp) একার ব্যাংকে রাখা টাকার পরিমাণ অন্য সব জাতীয় দলের মোট জমার প্রায় ১১ গুণ।

এই হিসেব কেবল দলগুলির কেন্দ্রীয় ইউনিটের, রাজ্য বা তার নীচের দিকে কত টাকা জমানো আছে, সে তথ্য এখানে নেই। চলতি বছরের ফেব্রুয়ারির হিসেবে বিজেপির কেন্দ্রীয় সংগঠনের ব্যাংক জমার পরিমাণ ৬,৯০০ কোটি টাকা।

কংগ্রেসের ৫৪ কোটি, সিপিআইএম-এর ৪ কোটি, বহুজন সমাজ পার্টির ৫৭৮ কোটি এবং আম আদমি পার্টির ১০ কোটি টাকা ব্যাংকে জমা আছে। আর একটি জাতীয় দল এনপিপি-র তথ্য না পাওয়া গেলেও তা আম আদমি পার্টির থেকে অনেক কম বলে ধারণা করা হয়।

আরও পড়ুন- ‘অপারেশন সিঁদুর’ এর নামে প্রবন্ধ, প্রতিরক্ষা মন্ত্রকে জমা দিলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

বিজেপি ছাড়া অন্য ৪ জাতীয় দলের মোট ব্যাংক জমা ৬৪৬ কোটি টাকা, আর একা বিজেপির ৬,৯০০ কোটি টাকা। দিল্লি ভোটের পরে দলগুলো এই তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে।

উল্লেখ্য, এই গচ্ছিত টাকার পরিমাণ সাধারণ নির্বাচনের প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। রাজনৈতিক দলগুলি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশনকে গচ্ছিত টাকা জমা দেয়। সাধারণত এই টাকা নির্বাচনী প্রচার, প্রার্থী বাছাই ও অন্যান্য নির্বাচনী কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

নির্বাচন কমিশন এই টাকার ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং হিসাব নিরীক্ষা করে দেখে থাকে।

রাজনৈতিক দলগুলিকে কিছু নির্দিষ্ট কারণে গচ্ছিত টাকার পরিমাণ জানাতে হয় নির্বাচনী প্রক্রিয়ার কারণে। এর অন্যতম কারণ হল দলগুলির মধ্যে আয় ব্যয়ের সহ আর্থিক কার্যকলাপের স্বচ্ছতা নিশ্চিত করা ও নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করা।

দেখুন আরও খবর-

Read More

Latest News