Sunday, August 3, 2025
HomeScroll'৯০' এ পা রেখে কী বার্তা দিলেন দালাই লামা?
Dalai Lama

‘৯০’ এ পা রেখে কী বার্তা দিলেন দালাই লামা?

"আমি একজন সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী"

Follow Us :

ওয়েব ডেস্ক: আজ রবিবার দালাই লামার জন্মদিন (Dalai Lama Birthday)। ৯০ বছর পূর্ণ করলেন বৌদ্ধ সন্ন্যাসী (Buddhist Monk)। তাঁর জন্মদিন উপলক্ষ্যে, তিনি মানসিক শান্তি (Mental Peace) অর্জনের গুরুত্ব ব্যাখা করেছেন। তাঁর মুখে শোনা গিয়েছিল যে তিনি জন্মদিন উদযাপনে শামিল না হলেও, যদি তা পরোপকারকে তুলে ধরে তবে তিনি তাদের প্রশংসা করেন।

আজ তাঁর ৯০ তম জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনে তিনি বেশ কিছু বার্তা (Message) দিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে (X Handle Post) একটি পোস্ট করে জানিয়েছেন,”আমার ৯০তম জন্মদিন উপলক্ষে তিব্বতি সম্প্রদায় সহ অনেক জায়গায় শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা জন্মদিন উদযাপনের জন্য যে জড়ো হচ্ছেন তা আমি বুঝতে পারছি। আমি সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনাদের মধ্যে অনেকেই এই উপলক্ষ্যকে সামনে রেখে করুণা, স-হৃদয় এবং পরোপকারের গুরুত্ব তুলে ধরছেন।” আমি একজন সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী। আমি সাধারণত জন্মদিন উদযাপনে অংশগ্রহণ করি না। তবে, যেহেতু আপনারা সকলে আমার জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন করছেন, তাই আমি কিছু চিন্তাভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি।”

আরও পড়ুন: রবিবার কি ‘রেনি ডে’? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

তিনি আরও জানিয়েছেন, “সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ হলেও, কেবল কাছের মানুষদের প্রতি নয়, বরং সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। একটি স-হৃদয় গড়ে তুলে মানসিক শান্তি অর্জনে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরী। এগুলির মাধ্যমে বিশ্বকে উন্নত স্থানে নিয়ে যেতে আপনার ভূমিকা থাকবে। আমার নিজের ক্ষেত্রে, আমি মানবিক মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি, মন ও আবেগের গুরুত্ব ব্যাখ্যা করে এমন প্রাচীন ভারতীয় জ্ঞান এবং তিব্বতি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার প্রতিশ্রুতিতে মনোনিবেশ করব, যা মনের শান্তি এবং করুণার উপর জোর দিয়ে বিশ্বে অবদান রাখার প্রচুর সম্ভাবনা রয়েছে।

তাঁর কথায়, “আমি বুদ্ধ এবং শান্তিদেবের মতো ভারতীয় গুরুদের শিক্ষার মাধ্যমে আমার দৈনন্দিন জীবনে দৃঢ়সংকল্প এবং সাহস সঞ্চার করি। যাদের অনুকরণীয় আকাঙ্ক্ষা আমি ধরে রাখার চেষ্টা করি। যতদিন স্থান টিকে থাকে, যতদিন সংবেদনশীল সত্তা থাকে, ততদিন পর্যন্ত আমিও থাকতে পারি পৃথিবীর দুঃখ-কষ্ট দূর করার জন্য। মনের শান্তি এবং করুণা গড়ে তুলতে আমার জন্মদিনের সুযোগটি ব্যবহার করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39