আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: ছাত্র সংগঠনকে (Student Body) দখল ঘিরে উত্তপ্ত মেমারি গভমেন্ট পলিটেকনিক কলেজ (Memari Government Polytechnic College) ! বহিরাগতদের আক্রমণের মাথা ফাটল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রদের।
ফের শিরোনামে উঠে এল কলেজের ছাত্র সংগঠন। এবারে ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার মেমারি। অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের এলাকার ছেলেরা কলেজের দখলদারী নিতে কলেজের ছাত্রদের হুমকির পাশাপাশি তাদের ওপর আক্রমণ করা হয়। যার ফলে আহত হয়েছেন কলেজের ফাইনাল ইয়ারের বেশ কিছু ছাত্র।
ঘটনার খবর শুনে কলেজে এসে পৌঁছায় মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষের সাথে আলাপচারিতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। আহত ছাত্রদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অভিযোগ গ্রহণ করে অথবা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। ঘটনায় বেশ উত্তপ্ত রয়েছে কলেজ চত্বর।
আরও পড়ুন- একশো দিনের টাকার দাবিতে ফের আন্দোলন, হুঁশিয়ারি অভিষেকের
২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটের দামামা বেজে উঠেছে বলা যায়। এবছর সেপ্টেম্বরেই দুর্গাপুজো। কাজে পুজো হয়ে গেলে দল পুরোদমে ভোটের কাজে লেগে পড়বে। তার আগেই ছাত্র রাজনীতি ঘিরে উত্তপ্ত হল বর্ধমান।
দেখুন আরও খবর-