নদিয়া: দুর্গাপুজোর (Durga Puja 2025) আগে নেপালের (Nepal) অশান্ত পরিস্থিতির কারণে রপ্তানি বন্ধ হয়ে বড় সমস্যায় পড়েছেন নদিয়ার ফুলচাষি ও ব্যবসায়ীরা। ধানতলা, নোকারী, পূণ্যনগর, মাঠকুমড়া সহ বিস্তীর্ণ এলাকায় বছরের পর বছর ধরে শুধুমাত্র ফুলচাষ করে জীবিকা নির্বাহ করেন বহু কৃষক। ধান, গম বা সবজি নয়, এলাকার অর্থনীতি নির্ভর করে ফুলের উপরই (District News)।
গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গেদুওলাশ সহ নানা ফুল এখান থেকে শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে নয়, ভুটান, নেপাল, দিল্লি, মুম্বাই, গুজরাট, আসাম, শিলিগুড়ি প্রভৃতি জায়গায় যায়। কিন্তু নেপালের বর্তমান অবস্থায় ফুল রপ্তানি বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: শান্তিপুরে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
ফুলচাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, “এমন পরিস্থিতির জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ ফুল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছি। যতদিন না নেপাল স্বাভাবিক হচ্ছে, ততদিন ফুল পাঠানো সম্ভব নয়।”
দেখুন আরও খবর: