Monday, September 22, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপুলিশ গরিবের ক্ষেত্রে কঠোর, ধনীর সামনে দন্তহীন! দাবি হাইকোর্টের
Chhattisgarh High Court On Reckless Driving And Hooliganism

পুলিশ গরিবের ক্ষেত্রে কঠোর, ধনীর সামনে দন্তহীন! দাবি হাইকোর্টের

রাস্তায় গুন্ডামি এবং বেলাগাম ড্রাইভিং মামলায় বিরাট মন্তব্য আদালতের

ওয়েব ডেস্ক: জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে রাস্তায় বেপরোয়া স্টান্টবাজি ও হুলিগানিজমের (Hooliganism) ঘটনায় কড়া মন্তব্য করল ছত্তিশগড় হাইকোর্ট (Chhattisgarh High Court)। আদালত সরাসরি অভিযোগ করেছে, “গরিব, মধ্যবিত্ত ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের ক্ষেত্রে পুলিশ (Police) কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করে না। কিন্তু অর্থ, পেশী ও রাজনৈতিক প্রভাব থাকলেই আইনশৃঙ্খলা বাহিনী নিস্তেজ হয়ে পড়ে।”

সম্প্রতি একজোড়া হিন্দি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে উঠে আসে, তরুণদের এক দল জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাস্তায় বেপরোয়া ড্রাইভিং (Reckless Driving), জানালা-ছাদ থেকে ঝুলে স্টান্টবাজি (Stunt) করে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার ভিডিও হাতে পেয়ে নাগরিকরা অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেয় এবং মাসতুরী থানার পুলিশ ১৮টি গাড়ি বাজেয়াপ্ত করে। পাশাপাশি, গাড়ির যাত্রীদের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং সংশ্লিষ্ট মালিকদের ড্রাইভিং লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হয়।

আরও পড়ুন: বিচারপতি ভার্মার ইমপিচমেন্টে পরামর্শদানে বড় পদক্ষেপ লোকসভার

তবে আদালত পুলিশের এই পদক্ষেপকে যথেষ্ট মনে করেনি। প্রধান বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি বিভু দত্ত গুরু পর্যবেক্ষণে বলেন, “যে ধরনের শাস্তি দেওয়া হয়েছে, তা কেবল চোখে ধুলো দেওয়ার সমান। এ ধরনের হুলিগানদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে যাতে তারা সারা জীবন তা মনে রাখে।”

এর পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, বাজেয়াপ্ত গাড়িগুলি আদালতের অনুমতি ছাড়া ফেরত দেওয়া যাবে না। মোটর ভেহিকেলস আইনের আওতায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে।

উল্লেখ্য, এই বছরের শুরুতেও একই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ফের একই দৃশ্য পুনরাবৃত্ত হওয়ায় আদালত এবার সরাসরি পুলিশের কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল।

দেখুন আরও খবর: 

Read More

Latest News